![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
জমতে থাকা ছবি থেকে.....
১। “Reach for the sky but keep your feet on the ground.” - Phil Limbert
২। "It is a matter of shame that in the morning the birds should be awake earlier than you." - Abu Bakr (RA)
৩। "You should not quarrel with your neighbour, for he will remain where he is, but your high handedness will become the talk of the people." - Abu Bakr (RA)
৪। “Where there is love there is life.” - Mahatma Gandhi
৫। “Once upon a time there was a boy who loved a girl, and her laughter was a question he wanted to spend his whole life answering.” - Nicole Krauss
৬। “We love the things we love for what they are.” - Robert Frost
৭। “If idiots could fly, the sky would be like an airport.” - Laura Davenport
৮। “Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that.” - Martin Luther King
৯। “Love all, trust a few, do wrong to none.” - William Shakespeare
১০। “The sky is full of dreams, but you don't know how to fly.” - The Killers
০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৩৬
ফারজুল আরেফিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই, ছবিগুলো বড় দেখালে ভালো লাগতো হয়তো!
শুভকামনা।
২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: ছবি ভালো হয়েছে, আমি পাখী ও প্রকৃতিকে ভালোবাসি; তারপরও মানুষের জীবনের উপর ছবি দেখতে পছন্দ করি!
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১২
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পরের পোস্টে মানুষের জীবনের উপর দুটো ছবি দিতে চেষ্টা করবো।
৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল। ঠিকই বলেছেন, ছবিগুলো হয়ত বড় করে দেখলে আরো বেশি ভালো লাগত। ছবির শিরোনামগুলোও ভালো লেগেছে।
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সর্বদা.....।
৪| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৬:২৩
অনাহূত বলেছেন: বাহ্। দারুণ সব লাইনগুলো এবং ছবিও।
কিন্তু আদতে এটা তো ফাকিবাজি পোস্ট। :>
কি অবস্থা আপনার?
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত।
যারা লেখক তাদের কাছে ফাঁকিবাজি, আমার কাছে তো বিরাট কিছু!
সারাদিন কাজ করি, বাসায় ফিরে নেট-টিভি, রান্না করে খেয়ে দেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। এর মাঝে সারাদিন মুঠোফোনে বকর বকর। জীবন বদল করা জরুরী হয়ে পড়েছে!
ভালো থাকুন....।
৫| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৬:৩৪
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !
লাইনগুলো সুন্দর !
তবে বাংলা ব্লগে বাংলা হলেই বেশি ভাল হতো
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ছবিগুলো মুখ্য, উক্তিগুলো নয়। লেখাগুলো বাংলায় লিখে দিলে সৌন্দর্য হারাতো।
৬| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি সুমন করের সাথে সহমত ।
বাংলা হলেই বেশি ভাল হতো
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:০১
ফারজুল আরেফিন বলেছেন: উদ্ধৃতি অনুবাদ করে বাংলায় দেয়ার সাধ্য নেই ভাই। প্রথম ও দ্বিতীয় ভাষার মিশ্রণ দুষণীয়, সম্পূর্ণ আলাদা ব্যবহারে দোষ দেখিনা। ধন্যবাদ।
৭| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৪০
ভিটামিন সি বলেছেন: ভাই, ছবির দৃশ্যপট যদি আপনার এলাকায় হয়, তাহলে আপনার ঠিকানা দেন। আমি আপনার বাড়িতে অতিথী হমু।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:০৪
ফারজুল আরেফিন বলেছেন: ছবির দৃশ্যপট আমার এলাকা না, তবে আমার কর্মস্থল ঝিনাইদহ জেলার। চলে আসুন সময় করে, অতিথী দেবতাসম! ধন্যবাদ আপনাকে।
৮| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৪১
ক্লান্ত তীর্থ বলেছেন: কি সুন্দর পাখি সব
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:০৬
ফারজুল আরেফিন বলেছেন: সরাসরি বেশী সুন্দর!
ধন্যবাদ আপনাকে।
৯| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৪২
এহসান সাবির বলেছেন: দারুন।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:০৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রতিটি ছবির সাথে উপরে কোটেশন দেয়া, আইডিয়াটা চমৎকার।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:১২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: সুন্দর!
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১২| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
বৃষ্টিধারা বলেছেন: ফাঁকিবাজি পোষ্ট ও আজ কাল দেয়া হয় না আমার ।
ভালো আছেন তো নতুন জীবনে ? আমার বাসায় দাওয়াত আপনাদের ।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: নতুন কবিতাগুলো কোথায়? নিয়মিত হোন আবারো।
নতুন জীবন পুরনো জীবনের মতোই। সংসার শুরু হয়নি, বউ ঢাকায় পড়াশুনা করছে। আসবো একদিন আপনার বাসায়।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন.....।
১৩| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:১২
বোকামানুষ বলেছেন: সুন্দর সব ছবি সাথে কোটেশন ভাল লাগলো
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৪| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
১,৫,১০ বেশি ভালো লাগলো...!
ভালো থাকুন ।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪১
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ অশেষ....।
আপনিও ভালো থাকবেন।
১৫| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১০
মোঃ নুরুল আমিন বলেছেন: সুন্দর সব ছবিগুলো তুলেছেন.।।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৬| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫
আমি ইহতিব বলেছেন: সুন্দর সব ছবি, সাথে উক্তিগুলোও।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা সবসময়....।
১৭| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে ফারজুল ভাইয়া ||
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুন ভাইয়া।
ভালো থাকুন....।
১৮| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
জানা বলেছেন:
বাহ্ চমৎকার ছবি ব্লগ পোস্ট।
শুভ কামনা সবসময় ফারজুল।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:০৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
ঢাকার বাইরে থাকায় আর ব্যস্ততায় ব্লগের কোন অয়োজনে আসা হয়না, মন খারাপ লাগে। পরিচিত ব্লগ সম্পর্কিত মানুষগুলো খুব ভালো থাকুক এ কামনা সব সময়ের। শুভকামনা.....।
১৯| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো লাগলো
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:০৬
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নাম দেখে চেনা চেনা লাগছে!
২০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: নাইস ক্যাপচার ভাইয়া , ভাল লাগল খুব ।
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা......।
২১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২১
আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার ।।
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবি ও কথাগুলো চমৎকার।
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা সবসময়, ভালো থাকুন।
২৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক সুন্দর পোস্ট অনেকদিন পর ভাই। +++++ রইল।
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৭
ফারজুল আরেফিন বলেছেন: হুমমম, অনেক দিন পর পোস্ট দিলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো থাকুন....।
২৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫২
বৃতি বলেছেন: ছবি, কথা- দুটোই চমৎকার।
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:১০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বৃতি, শুভকামনা।
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৫৭
অনাহূত বলেছেন:
হুম। আপনি শুধুই লেখক না, গবেষকও। ব্যস্ততা তো থাকবেই। মুঠোফোনে কথা বলার মানুষ পেয়ে গেছেন তাই ভুলে একটা মিসডকলও দেননা। মাইন্ড করছি না, মিস করছি।
খুব সুন্দর একটা সংসার হোক। ব্যস্ততা এনজয় করুন এবং অতি অবশ্যই সবকিছু সামলে ভালো থাকুন।
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১
ফারজুল আরেফিন বলেছেন: :#>
শুধু আমারটাই বললেন, নিজেরটা তো বললেন না! আপনি তো ভুল করেও খুঁজ নেন না।
অনেক ধন্যবাদ ভাই, আপনারাও খুব ভালো থাকুন।
২৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
নক্ষত্রচারী বলেছেন: চমৎকার সব ছবি!!
অনেক সুন্দর ।
ভালো থাকবেন ।
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
ফারজুল আরেফিন বলেছেন: আরে নক্ষত্রচারী ভাই যে! ভালো আছেন নিশ্চয়ই।
অনেক ধন্যবাদ, শুভকামনা সবসময়।
২৭| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
শাবা বলেছেন: চমৎকার কাব্যময় ছবি ব্লগ।
কেমন আছেন? আমার ব্লগে আপনিই প্রথম মন্তব্য করেছিলেন। অনেক দিন দেখা নেই। আমার ব্লগে একটু ঘুরে গেলে খুশি হবো।
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০
ফারজুল আরেফিন বলেছেন: ভালো আছি সাবা।
আশাকরি আপনিও ভালো আছেন ।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
২৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৪
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
এ মাসের শুরুতে ধানমন্ডি লেকে মাছরাঙা পাখি দেখে হঠাৎ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম!! এই ঢাকা শহরে মাছরাঙা !!
ইদের শুভেচ্ছা রইল
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা......।
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৮:২৩
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর ছবি
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৩২
খেয়া ঘাট বলেছেন: চমৎকার লাগলো।প্রত্যেকটিই সুন্দর।
++++++++++++++++++++++++++++