![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলিক বিজ্ঞান এবং প্রযুক্তির প্রায়োগিক সমন্বয় এমন একটি পর্যায়ে আসুক, যেখানে প্রতিটি রোগের সীমিত ব্যয়ে চিকিৎসা নিশ্চিত হবে। উৎপাদন হবে মৌলিক চাহিদার। স্বনির্ভর সাংস্কৃতিক, বাণিজ্যিক, সামরিক অজেয় বাংলাদেশের স্বপ্ন দেখি, রাজনৈতিক গোলামী মুক্ত চরিত্রবান মেধাবী যুবসমাজ চাই। মানবতার সেবায় নিজেকে যেন উৎসর্গ করতে পারি।
গ্রামে একটি বাড়ি করছি, শেষের দিকে। আমার সেই বাড়ির একটি সুন্দর নাম দরকার। নামের বৈশিষ্ট্য নিম্ন রুপ
১> বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, জার্মান, স্প্যানিশ, চায়না, ফ্রেঞ্চ কিংবা রুশ ভাষার ফোনেটিক সুন্দর শব্দ হতে হবে
২> ভাল অর্থ থাকতে হবে
৩> গ্রামের মানুষের উচ্চারনে সহজ হতে হবে
৪> সংক্ষিপ্ত হবে।
এছাড়া অন্য কোন পরামর্শ সাদরে গৃহীত হবে
আপনার দেয়া নাম টি আমার, আমার পরিবার চির দিন ব্যবহার করবে, সুতরাং একটি এমন একটি সুন্দর ব্যপারে আপনার সুচিন্তিত মতামত আশা করছি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
মাহমুদুর রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো একটি নাম দিয়েছেন , "মিরর " শব্দ আরবি , ইংরেজি তে কমন, এমন বাংলার সাথে কমন অন্য ভাষায় হলে আমার ভালো হয়।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: বংশীয় টাইটলের সাথে হাউজ বা হোম শব্দটা যোগ করে দেন। যেমন,
চৌধুরী হাউজ
চৌধুরী হোম
তালুকদার হাউজ
তালুকদার হোম , , , এইরকম কিছু একটা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
মাহমুদুর রাহমান বলেছেন: আমার বংশীয় কোন টাইটেল গত চার পুরুষে ব্যবহৃত হয় নি।
বিদেশী কালচারে আমার আগ্রহ আছে ছোট থেকে, তাই বাংলার সাথে বিদেশি কিছু খুজতেছি
ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
আফিফা মারজানা বলেছেন: ক্ষণিকালয়
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
মাহমুদুর রাহমান বলেছেন: সুন্দর একটি নাম দিয়েছেন, নোট করলাম
আমার কাছে আপনি রহস্যময় একজন, ভালো লাগে।
ভাল লাগছে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরে।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আফিফা মারজানা বলেছেন: ক্ষণিকালয় --ভাল্লাগছে
পুষ্পিত উদ্যান
নিকুঞ্জ
ঐতিহ্য
নিবাস
ধরনী
আমাদের আপন নিবাস
আমাদের রঙ্গিন ভূবন
আমাদের সাদা বাড়ি
দুর পারতাম না শব্দ মনে আইতাছে না
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মাহমুদুর রাহমান বলেছেন: জী, আফিফা আপুর টা আমারও ভাল লেগেছে।
আপনার গুলিও সুন্দর । খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। আপনাদের সাহায্য নিচ্ছি।
ধন্যবাদ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: স্বপ্নবাড়ী। নামটা আমারই পছন্দ হয়নাই
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
মাহমুদুর রাহমান বলেছেন: হা হা হা
সত্যি ভাই ১৭/১৮ বছরের স্বপ্ন এই বাড়িটার। ধন্যবাদ আপু।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
আন্ধার রাত বলেছেন:
"পৈতভিটা"
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
মাহমুদুর রাহমান বলেছেন: খুব আন কমন, ধন্যবাদ। নোট করলাম।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: হাওয়া ভবন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মাহমুদুর রাহমান বলেছেন: না, রাজনৈতিকভাবে ব্যবহৃত একটি নাম। ভিন্ন কিছু দেন
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
স্বপ্নবাজ পথিক বলেছেন: স্বপ্ননীড়
মায়াকুটির
শান্তিকুটির
কালবেলা
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মাহমুদুর রাহমান বলেছেন: কুটির বললে ছোট কিছু মনে হয়। আমার স্বপ্নের বাস্তব এত ছোট হতে পারেনা। বাঁকি গুলোর জন্য ধন্যবাদ।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
তারছেড়া লিমন বলেছেন: বাঁশ বিলাস...................(নামের তাৎপর্য যানতে অপেক্ষা করুন)
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
মাহমুদুর রাহমান বলেছেন:
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
একজন ঘূণপোকা বলেছেন: নিরিবিলি
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
মাহমুদুর রাহমান বলেছেন: সুন্দর, ধন্যবাদ জনাব
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
রিওমারে বলেছেন: ছায়ানীড় কেমন লাগে??
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
মাহমুদুর রাহমান বলেছেন: পাবনা তে রুপকথা সিনেমার পাশে একটি আবাসিক হোটেল আছে এই নামে, মনে করাই দিলেন , একদিন বাণিজ্যিক ট্যুরে সেখানে ছিলাম। নাম টা সুন্দর। আবারো ধন্যবাদ ভাই।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: SWEET HOME এর থেকে নিজ বাড়ির কোনো ভালো নাম হয়কি? আমার বাড়ির নাম এটিই !!
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
মাহমুদুর রাহমান বলেছেন: একেই বলে ঈমান, নিজের জন্য যেটা পছন্দ ওপরের জন্য তেমন ই তাই বলে নিজের বাড়ির নামটাও
ধন্যবাদ ভাই, আপনার একটিভিটি ভাল লাগে।
সুইট হোম নামের সফটওয়্যার দিয়েই বাড়ির ডিজাইন করেছি।
" মাহমুদ হোম" হলে কি খুব খারাপ লাগবে ? উত্তর পুরুষ কি গালি দিবে নাকি
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মারদিয়া মোমতাজ বলেছেন: দারুল ইখওয়ান- ভ্রাতৃত্বের ঘর।
কি নাম দিলেন শেষে জানাইয়েন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
মাহমুদুর রাহমান বলেছেন: মারদিয়া মোমতাজ পুলকিত হলাম , আমি এমন বৈচিত্র্য ময় কিছু হলে মন্দ হয় না। ভেবে দেখবো তবে ইখওয়ান শব্দটি রাজনৈতিক। নিলে বিকল্প কোন শব্দ দিয়ে রিপ্লেস করতে পারি। ধন্যবাদ।
জী জানাবো, কিন্তু বেশ দেরি হবে ভাই, বাইরের ফিনিশিং দিতে বেশ সময় লাগবে।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
সৈয়দা আরিফা সুলতানা বলেছেন:
নামে কি বা আসে যায়?
নামের চাইতে কাজের স্থায়িত্ব অনেক বেশী। ইতিহাস তো তাই বলে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
মাহমুদুর রাহমান বলেছেন: আপনার আকিকার কি দরকার ছিল মিস/মিসেস আপনার স্থায়িত্ব এখনো আছে তো, এটা ইতিহাস ও ক্যালেন্ডারে আছে
আমার সীমিত সামর্থ্যে সর্বোচ্চ স্থায়িত্ব নিতে চেষ্টা করেছি।
অবাক হলাম আপু
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
বিডি আমিনুর বলেছেন: মায়ের আচল, ছায়া বীথি, পল্লি কুঞ্জ ,রাহমান মঞ্জিল , স্বপ্নালয় ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
মাহমুদুর রাহমান বলেছেন: রাহমান মঞ্জিল নোট করলাম।
ধন্যবাদ আমিনুর ভাই
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
চানাচুর বলেছেন: "বাপের বাড়ি"
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
মাহমুদুর রাহমান বলেছেন: অসাম , কি ক্রিয়েটিভিটি ভাই গো।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
ইয়াংিক বলেছেন: অবশেষে, বেলা শেষে
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
মাহমুদুর রাহমান বলেছেন: "অবশেষে" খুব প্রাসঙ্গিক, অনেক বাধা পেরিয়ে অবশেষে স্বপ্ন পূর্ণ হয়েছে। নোট করলাম, তবে এর আগে পরে কিছু লাগাব
ধন্যবাদ ভাই/আপু
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
গরিবের বন্ধু বলেছেন: খাশ বাংলায় দেন "বাপের বাড়ী"
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
মাহমুদুর রাহমান বলেছেন: কিন্তু বাড়িটা বানাতে আমারও অবদান আছে তো, খালি কি বাপের ই বাড়ি আমার না ধন্যবাদ বন্ধু
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
দি সুফি বলেছেন: "দি সুফি" দিতে পারেন
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
মাহমুদুর রাহমান বলেছেন: কত্তরো সাহস
নিজের নামে আমার বাড়ি লিখে নিতে চায় , মিয়া দখল করতে চান? গত ১০০ বছরের বেশি আমার ১৮ পুরুষের ভিটা, জান থাকতে ছাড়মু না
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
বিসাজ বলেছেন: "বিলাস কুঞ্জ"
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
মাহমুদুর রাহমান বলেছেন: ধন্যবাদ বিসাজ
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: কত্তরো সাহস নিজের নামে আমার বাড়ি লিখে নিতে চায় , মিয়া দখল করতে চান?
আরে না মিঞা
দলিলে "দি সুফি" লিখতে কই নাই, বাড়ির নামে লিখতে কইছি
"সামহোয়্যার ইন হাউজ" রাখতে পারেন
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আফিফা মারজানা বলেছেন: কি নাম ঠিক করলেন ?আমার বাড়ির নাম রাখবো মনযিলে মুসাফির ।
পান্থ নিবাস নামটাও আমার ভালোলাগে ।তবে বাড়ির নাম নির্বাচনে লক্ষনীয় সেটা যেন একথা মনে করিয়ে দেয় ,এই বাড়ি নয় আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
মাহমুদুর রাহমান বলেছেন: চূড়ান্ত করতে পারিনি, আরও সময় নিবো ফাইনাল করতে। তবে সিলেকশনে আছে,
১> মাহমুদ কিংডম
২> ক্ষনিকালয়
৩> রাহমান নিবাস
৪> ফিনিক্স হোম
হম, ভাল বলেন সদা ।
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
জাবেদ-আসাদ বলেছেন: কি নাম ঠিক করলেন ?
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
মাহমুদুর রাহমান বলেছেন: চূড়ান্ত করতে পারিনি, আরও সময় নিবো ফাইনাল করতে। তবে সিলেকশনে আছে,
১> মাহমুদ কিংডম
২> ক্ষনিকালয়
৩> রাহমান নিবাস
৪> ফিনিক্স হো
ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
মাহমুদুর রাহমান বলেছেন: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সহযোগিতা করার জন্য। আমার বাড়ির ফিনিশিং দিতে আরও কয়েক মাস লেগে যাবে, তাই আস্তে ধীরে বাছাই করছি। আপনাদের আইডিয়া গুলি ভাল লাগছে। আমি এখন পর্যন্ত
১> মাহমুদ কিংডম
২> ক্ষনিকালয়
৩> রাহমান নিবাস
৪> ফিনিক্স হোম
প্রাথমিক ভাবে বাছাই করেছি। একদম চূড়ান্ত হলে একটা পোস্ট দেব ইনশাল্লাহ। সবাই ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রিওমারে বলেছেন: নিকুঞ্জ দিতে পারেন।। ভাল না লাগলে দুঃক্ষিত।।