নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় আছি।

মানব সেবা, আর ভবিষ্যৎ মুখী জীবন গড়তে চাই। উগ্রপন্থী, গালাগাল করা মুখ দেখতে চাইনা। আবেগ আপনার মত আমার আছে, তাই আমার মত আপনিও নিয়ন্ত্রন করুন, না পারলে আমাকে ত্যাগ করুন। আমি নমনীয়, আপোষকামী, ঝামেলা মুক্ত সৃজনশীল মুসলমান হয়ে মরতে চাই।

মাহমুদুর রাহমান

মৌলিক বিজ্ঞান এবং প্রযুক্তির প্রায়োগিক সমন্বয় এমন একটি পর্যায়ে আসুক, যেখানে প্রতিটি রোগের সীমিত ব্যয়ে চিকিৎসা নিশ্চিত হবে। উৎপাদন হবে মৌলিক চাহিদার। স্বনির্ভর সাংস্কৃতিক, বাণিজ্যিক, সামরিক অজেয় বাংলাদেশের স্বপ্ন দেখি, রাজনৈতিক গোলামী মুক্ত চরিত্রবান মেধাবী যুবসমাজ চাই। মানবতার সেবায় নিজেকে যেন উৎসর্গ করতে পারি।

মাহমুদুর রাহমান › বিস্তারিত পোস্টঃ

সামু কী আর আগের মত আছে? নাকি অনেক অনেক বদলে গেছে ? :-B

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

প্রিয় সামু
তুমি কী আগের মত আছো নাকি , অনেক অনেক বদলে গেছ?

একটা সময় ঘন্টার পর ঘন্টা সামুতে পড়ে থাকতাম , ২০১০ /১১ তে রীতিমত এডিক্টেড হয়ে গিয়েছিলাম । অফিসের কাজ বাদ দিয়ে ব্লগারদের নতুন নতুন পোস্ট পরতেই বেশি সময় কাটাতাম । এখন যেমন ফেসবুকে থাকি তখন সামু আর টেকটিউনে থাকতাম । নিজে লেখা লেখি করতে পারিনা তেমন কিন্তু অন্যের লেখা পড়তেই ভাল লাগতো । সবচেয়ে মজার ব্যাপার, অনলাইনে আমি বাংলা লেখা শিখি সামুর ফোনেটিক সিস্টেমে । অভ্রতে পরে শিখেছি । এমনো হয়েছে , ফেসবুকে একটা স্ট্যাটাস দেব বাংলায়, তখন আগে সামুতে লিখে পাবলিশ না করে কপি করে ফেসবুকে দিয়েছি ।

এর পর পদ্মা মেঘনা যমুনা দিয়ে অনেক জল প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে । দেশের রাজনৈতিক , সামাজিক এবং ভার্চুয়াল কমিউনিটিতে অনেক পরিবর্তন হয়েছে । ব্লগার নাম শুনলেই যেন অনেকেই আঁতকে উঠে, অনেকেই ব্লগ মানেই খারাপ কিছু মনে করতে শুরু করলো । অন্যদিকে ফেসবুক কমিউনিটি শক্তিশালী হয়ে যেন জীবনের অঙ্গে পরিণত হয়ে গিয়েছে এক রকম । কালে ভদ্রে হঠাৎ কখনো তাও আবার বেশির ভাগ সময় ফেসবুকেই কিংবা গুগল থেকে লিংক এর সূত্র ধরে সামুতে ঢুঁ দেয়া হয় ।

মাঝে মাঝে মিস করি সেই শংকা মুক্ত ব্লগিং, বিশেষ কিছু শব্দ, প্রতিশব্দ কিংবা অভিবাদন রীতি । প্লাস মাইনাস রেটিং ইত্যাদি । তবে সামু কি সত্যি আগের মত আছে? নাকি বদলে গেছে ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

বার্তা বাহক বলেছেন: মানুষ বদলে গেছে, আর সামু ব্লগ?

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

মাহমুদুর রাহমান বলেছেন: :(

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

রিমঝিম স্বপ্ন বলেছেন: না। আগের মত নেই।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: আবার চলে আসুন....

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

মাহমুদুর রাহমান বলেছেন: ভাবতেছি, দেখি দু একদিন । ভাল লাগলে আবার আসতে পারি । ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.