![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস্তীর্ণ লালশাকের ক্ষেত
অন্ধকার রাতের আবছা নির্জনতা
কিছুটা উদাস দুপুর বেলা
নিচু জলাশয়ে সবুজ ধানের জালা
আর তোমার ইচ্ছান্বিত অবহেলা
আমার অতীতের বর্বর নিস্তব্ধতা
নির্জীব করে দেয় প্রতিটা বাস্তব সত্যকে।
হেটে যাই আমি এক দীর্ঘ রেল লাইন ধরে
কুয়াশার বৃষ্টি আছড়ে পড়ে আমার অধরে
বসে থাকি ছোট্ট জলাশয়ের ধারে
ছোট ছোট ঠেউগুলো আছড়ে পড়ে তার তীরে
তাকিয়ে থাকি অস্তমিত আকাশের পরে
পাখিরা সব ফিরে যায় যার যার নীড়ে।
তুমিও চলে যাও তোমার চলে যাওয়া পথে
ঠুনকো করে ফ্রেমে বাধা নিষ্প্রাণ সব স্বপ্নগুলোকে
শুধু আমি চেয়ে থাকি শূণ্য হাতের দিকে
চাইলেও ভুলতে পারিনা অতীত আর তোমার অবগ্গাকে।
--ফাতিমা খন্দকার
©somewhere in net ltd.