![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউফি, কোরবানিফি সবই শেষ। আল্লাহ্ র সন্তুষ্টির জন্য কোরবানি হল, পেটের সন্তুষ্টির জন্য হাম্বাভোজ হল, মনের সন্তুষ্টির জন্য সেলফিও হলো। মাঝখানে শুধু বাদ পড়ে গেল কোরবানির মাধ্যমে অন্তরের কলুষতা বিসর্জন।
ঐটুকু শুধু সেরে ফেলার চেষ্টায় নামা উচিত।
আইএস এর মত করে অন্যদের স্নায়ু যুদ্ধে নামিয়ে ভীতুদের মত লুকিয়ে লুকিয়ে বন্দী কতল ইসলাম অপছন্দ করে। এ মুসলিম রাষ্ট্রে আব্দুল লতিফ-তসলিমা নাসরিনদের নিষিদ্ধ করে নয়, ওদের বন্দী করে সবার সামনে বিচার করা উচিত। তাহলে আর কেউ বলবে না ধর্ম মানে সীমাবদ্ধতা, secular হতে হবে, চল থাবা বাবার মত বিরিয়ানি খাই।
এই ঈদে সরকারি দলের মন্ত্রিদের একেকটারে তাদের বুদ্ধিদীপ্ত কথার ফুলঝুরির জন্য খুশির চোটে আস্তা আস্তা হাম্বা খাওয়াইয়া মাইরা ফেলতে মন চাইতেছিল যদিও, ইচ্ছাটা পূরন হয় নাই।
অতপর এক দিন পর সবাইকে হাম্বা মোবারকের শুভেচ্ছা। গতকাল এতবার হাত ধুইছিলাম যে আর শুভেচ্ছা দিতে পারি নাই হাতধোয়া দিবসে একটা স্কুলের পোলাপাইন মিল্লাও এত গুলা সাবান শেষ করে না, পুরা হ্যান্ড ওয়াশের ডিব্বা খালি কইরা ফালাইছিলাম
খাইয়া দাইয়া ছুটি শেষে সবগুলা রূপান্তরিত হাম্বা হইয়া যার যার কাজে হাজির হইব সেই কামনায় ঈদ মোবারক :-D
২| ০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
জুয়েলইসলাম বলেছেন: ঈদমোবারক
৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০
ফাতিমা খন্দকার বলেছেন: হাম্বা মোবারক
:-)
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: বাসি ঈদ মুবারক