নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাতিমা খন্দকার

ফাতিমা খন্দকার › বিস্তারিত পোস্টঃ

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

আমি আপনাকে সারারাত দুই ভাবে জাগিয়ে রাখতে পারব।
১. মারামারি করে অথবা যেকোন ভাবে বিরক্ত করে
২. আপনার মাথার উপর সিমেন্ট কালারের একটা হিলিয়াম বেলুন ঝুলিয়ে দিয়ে
বিষয়টা হচ্ছে প্রথম উপায়ে আমি আপনাকে সারারত কষ্ট দিয়ে জাগিয়ে রাখছি আরেকটা আপনি নিজে কষ্ট করে জেগে আছেন। এই কখন বেলুনটা পড়ল রে বলে।
যেই দেশে বিরোধী দলের সভায় লোক সমাগম না করার জন্য সরকারি দলের টানা হরতাল থাকতে পারে সে দেশে ৮-৯ ঘন্টা বিদ্যুৎ গ্রিডের সমস্যার নামে বন্ধ করে পুরো দেশকে চাদের আলো দেখার সুযোগ করে দেয়াটা স্বাভাবিক। সে দেশে উচ্চ পদস্থ তদন্ত কমিটি, বিচার ব্যবস্থা, আপিল আর সাময়িক বরখাস্ত এগুলো জাতি ধ্বংশের একেকটা উপকরন।
আসলে আমাদের বাবা মায়েরা আমাদের শিখায়, শশশ, কিছু বলবা না, যা বলে শুনে চলে আসবা। যেকারনে জাতিটা আমরা স্বাধীন হলেও স্বাবলম্বী হতে শিখি নি। আমাদের শেখানো উচিত, প্রতিবাদ করতে শিখ, বাচতে হবে, লড় না হলে মর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মুকতোআকাশ বলেছেন: আমরা এখনো স্বাধীন হই নি। পাকিস্তানি জল্লাদের হাত থেকে বেরিয়ে আওয়ামী জল্লাদের হাতে পড়েছি মাত্র। স্বাধীনত বহু দূর !

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

বাংলার নেতা বলেছেন:


লহুতে লহুতে ভরিয়াছে সোনার বাংলাদেশ
হায়েনারা হও হুশিয়ার সময় হয়তো শেষ!

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলার নেতা বলেছেন:


লহুতে লহুতে ভরিয়াছে সোনার বাংলাদেশ
হায়েনারা হও হুশিয়ার সময় হয়তো শেষ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.