নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাতিমা খন্দকার

ফাতিমা খন্দকার › বিস্তারিত পোস্টঃ

... অদ্ভুত যুদ্ধ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

ঝালমুড়িঅলা মামা ব্যস্ত হাতে ঝালমুড়ি বানায়। বাসের হেল্পার ছেলেটা এই যাইবেন ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, পল্টন বলে চেঁচামেচি করে। গার্মেন্টস থেকে বের হওয়া শ্রমিকগুলো হাতে হটপট নিয়ে দ্রুত হাটা শুরু করে। বৃদ্ধ ভিখারীটা দুটো টাকার জন্য হাতজোড় করে মিনতি করে আর বিড়বিড় করে কালিমা পড়ে। বোমায় দগ্ধ নিহতদের নামের লিস্টটা গুলশান কার্যালয়ে কাল ব্যানার ছাড়াই ঝুলে। র, আইএস এর মত চরমপন্থি দলগুলো উগ্রতার নতুন নকশা আকে। বিডিআর বিদ্রোহে আজীবনের জন্য ছাটাইপ্রাপ্তদের পরিবারগুলো আরও একটা বছর অতিক্রমে মিলাদ পড়ায়। জনগনের টাকায় মাল খাওয়া সরকারি দলের গুন্ডাগুলো এখানে ওখানে চেতনার ডান্ডা ঠান্ডা করে। মেলবোর্নে ক্রিকেটারগুলো মাঠে নামার চিন্তার ফাকে পদ্মায় লন্চডুবির খবরটা দেখে। মুরাদ টাকলা ভাষায় কথা বলা নেকা মেয়েটা আরেকটা জীবনের কথা একেবারেই ভুলে যায়। এতকিছুর পরও একলা কিছু মানুষ অদ্ভুত তুমিহীনতায় ভোগে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:০৫

মুক্তমনা অগ্রদূত বলেছেন: সুন্দর লেখা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.