নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

সাহসীকতার অবক্ষয়

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

আজও জানি ফেরা হবে না 'ক আর

জাগানো হবে না বুঝি শ্বাশত জীবন

মুক্তির মিছিলে গর্জে ওটবেনা

কোন নির্বোধ তারুন্যের প্রাণ।



বলবে না কেউ নতুন করে

যাও ভেঙ্গে ফেল রুদ্ধ দ্বার

প্রাণ দাও, সত্বাকে সজীব কর

এখনও তারা আকঢ়ে আছে

রিক্ত হাতে৭১'এর স্বপ্ন নিয়ে।



আকাশে পিপাশার আহাজারী

রক্ত চাই রক্ত দাও ক্রমাগত রক্ত দাও।



ওষ্ঠাগত যবনিকার ললাটে ছুটছে

শ্বেত কনিকার দম্ভের নলি।

তুমিই বল কোন সাধ্যে করিব সম্ভ্রম

পরে যদি হতে হয় পিশাচের বলি।



আজকার এ আহ্বলাদ প্রাচূর্য করে

যদি নাফরমানী।

দূঢ় চিত্তে তাই করছি না শফত

এইত বেশ আছি।



শুনতে চাইছি না কোন

গরীয়সী বিদ্রোহী মতবাদ

জড়াতে চাই না'ক কোন দৈবপাকে

আজও যারা পথভুলে

নিজ মৃত্যূর আস্তানা গড়ে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

সুমন কর বলেছেন: চমৎকার। লাইক।

কিছু টাইপো আছে।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

ফ্‌জলূল করিম বলেছেন: ধন্যবাদ কবি দাদা।
আপনার প্রতি শুভ কামনা রইল।

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

জাহিদ জুয়েল বলেছেন: চমৎকার।সুপার গুরু। চালিয়ে যাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.