![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
ঘুমন্ত নগরীর বিশ্বাস রেখায়,
বৃষ্টির ঝরা পালকে বলাকার ডানায়,
তোমাকে উড়তে দেখেছি অসীম দিগন্তের নীল আচঁলে।
কুয়াশা ঢাকা পথে অমাবস্যার গহীন বনে ,
কত প্রহর চলতে দেখেছি আহত পথিকের মিছিলে।
সেদিনও দেখেছিলাম--
শঙ্খ...
কত বার দিব্যি দিয়েছি নিজেকে
মনের ভুলেও ভাববো না তোমাকে
তবু কেন বার বার স্মৃতি গুলো
আমাকে ভাসাঁয় লোনা জলে।
আমি কয়েদির শাস্তি দেখেছি
অত্যাচারীর আঘাত দেখেছি
শুনেছি জাহেলীয়ার সভ্যতা
এর চেয়েও কি নিষ্ঠুর ছিল?
রেখে...
আজ যে বসন্ত এসেছে তোমার দুয়ারে
দ্বার খোল আখি মেলে দেখ
কত শত ফুল ফুটেছে তোমাকে রাঁঙাবে বলে।
চামেলী ,গাঁদা, শিঊলী, পলাশ কতই না ফুল
বাহারী ডালায় নিবেদিত হতে চায়...
পাগলী আমার একটু সময় দাড়া
কোন ভয়ে এত জড়সর?
চলেছ কোন অচীন পাড়ায় ।
কোন মনের হাঁক লেগেছে ?
কোন দানবে বাঁধ সেধেঁছে?
কোন বিষাদে পাগলপরা?
ছুটছ তুমি দু"...
পথ ভূলে এসেছিলাম বটে তোমাকে সাঁজাবো বলে
সাজাতে দিলেনা মোরে নিছক মালী ভেবে।
তবুও ভালই হত বলতে যদি ঢ়ের আছে
অকারনে সাজতে মানা এ সংসারে।
কত সাধনায় নির্ঘুম রাত...
সকালে পাখির আহবানী গান
নদীর কলতান সুর
আড়মোরা বৃক্ষের চঞ্চল হাতছানী
ঘাস ফুলের নরম ছোয়া পেয়েও
যেন তিক্ত এ আবেগী মন
উড়ে চলে বলাকার মত করে।
আজ যেন এ পাওয়া...
স্মৃতির পাতাঁয় আর খোজঁও না অনিতা
রঙিন খাতা এখন শুন্য যে
আরাধনার সব রঙ বির্বণ ছবি
আকেঁ স্মৃতির ক্যানভাসে।
আমি বলছি না এ আমার দৃষ্টতা
আমি বলছি না সেটা ছিল মেকি খাতা ।
পরিপূর্ন ছিল সে...
ষোড়শী পদ্ম আমি
আমার বিস্তৃত পাপড়িতে চলছে
ভ্রমরের অবাদ লুকোচুরি,
অবেলায় স্বারথির মৌন ভক্ষনে
আমি আজ অবশ পাত্র ।
আমার ঠোঁটযুগলে কাম-পিপাসুদের
অবাদ বিচরন শিহরনে শিহরনে ।
আমি লুকিয়ে রাখি আমাকে সংশয়ের ধ্রুমজালে ।
এই বুঝি শুলেরা...
শ্রাবণের রাত দীর্ঘ রাত। এপাশ ওপাশ করে কাত হয়ে কখনও বা সোডিয়াম লাইটের মৃদু আলোয় কল্পনার রথে...
আমার নবী প্রিয় মোহাম্মদ নায়েবে রাসুল
ত্রি-ভূবনে আধাঁরের আলো শুভ্র ফোটা ফুল
গাহিব মোরা তারই কৃতগান আল্লাহ ও রাসুল।
এ ধরাতে আশিষ করে পাঠালেন যাকে ফুল ফোটাঁতে
কাটার আঘাত সহ্য করেও
বিলিয়েছেন মোদের সুখ
নয়ত কেউ...
ফ জলুল করিম--------
.
সময়ের ব্যবধানে আজ সভ্য জাতি
হউক না কেন মোদের বিবেকের আত্মহুতি
তবুও তো শুনতে ভাল লাগে
আমরাই ডিজিটাল বাঙ্গালী।
পথের বাকেঁ পথিকের কথন
না জানি ভাঙ্গে কার মন।
কৃত্রিমতার মুখোশে আজও
যাচ্ছি...
কোন বাধনে বাধঁলে আমায়
জনস্রোতের কড়াল ধাচেঁ
পারবে কি রাখতে আমায়...
রাগিনি যামিনি কৃষ্ন মালতি
অশ্ব দম্ভে কর হ্রদয় অংঙ্গার সমাধি
সৌরভ বন্ঠনে তুমি আজ স্বার্থহরিনী।
ধ্রুমজালে বক্ষ ছায়া প্রনয়ে নিছক মায়া
যাতনে বিভুক তুমি সদনে কড়াল তটিনী।
অনুরাগ সাম্য সন্ধি...
চৈতন্য এখনও বিভোর-
সহমর্মীতার অহর্নিশ কষ্ট আঢ়সে জমা হয় নিদ্রাপুরী
শেমিজের সুপ্ত আস্তানা্য় ঠাঁই নেয় নগ্ন সভ্যতা
মহাকালের তেজর্ষী জাতি ক্ষমাকাতর আজ উষ্ণ ধোঁয়ায়।
এইত সেদিন -
রক্তশাবকেরা হলির...
আজও জানি ফেরা হবে না 'ক আর
জাগানো হবে না বুঝি শ্বাশত জীবন
মুক্তির মিছিলে গর্জে ওটবেনা...
©somewhere in net ltd.