![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
আমার নবী প্রিয় মোহাম্মদ নায়েবে রাসুল
ত্রি-ভূবনে আধাঁরের আলো শুভ্র ফোটা ফুল
গাহিব মোরা তারই কৃতগান আল্লাহ ও রাসুল।
এ ধরাতে আশিষ করে পাঠালেন যাকে ফুল ফোটাঁতে
কাটার আঘাত সহ্য করেও
বিলিয়েছেন মোদের সুখ
নয়ত কেউ সে মোদের
ঐ নেতা মোহাম্মদ বিনে রাসুল।
কালেমা নামাজ রোযা যাকাত
যার কষ্টে এই সুখেরই প্রভাত।
মোদের সঠিক পথে আনতে
বরণ করছেন পাথরের আঘাত।
সেতো নয় কোন সুখবিলাসী
বিশ্বের মাঝে দানব রাশি
অতি সাধারণ ছিলেন যে তিনি
মোদের ইসকে রাসুল।
গাহিব মোরা তারই জয় গান আল্লাহ ও রাসূল। = সাঃ.=
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
জাহিদ জুয়েল বলেছেন: সালাম জানাই