![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
পথ ভূলে এসেছিলাম বটে তোমাকে সাঁজাবো বলে
সাজাতে দিলেনা মোরে নিছক মালী ভেবে।
তবুও ভালই হত বলতে যদি ঢ়ের আছে
অকারনে সাজতে মানা এ সংসারে।
কত সাধনায় নির্ঘুম রাত পার করেছি
জেগে থাকা স্বপ্নগুলোকে কত গল্প বলেছি
আজকের এই মালী যথাযথ মুনিব পেয়েছে বলে।
কত কর্তা চেয়েছিল মোরে আপন ভূবনে
সঙ্গী মালীদের কত আড়ি ভেঙ্গেছি
তোমায় মহান পূজারীর অন্ঞ্চলি বলে।
আজ খুবই ইচ্ছে হয়
অব্যক্ত যন্ত্রনাগুলোকে পিশিয়ে ফেলি
অদ্ভূত সহানুভূতি পেয়েছি ভেবে।
তবুও অসুখি হতাম না যদি বলতে
তোমার তপস্যার মালাটি রেখে দাও
আমার চরন ধূলার তলে।
তবুও বলতে পেতাম ওদের
এ মালী ধন্য ছিল কোন
এক ফাগুনের গোধূলির লগ্নে।
©somewhere in net ltd.