নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

মনের তুলি যখন রঙহীন

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩



স্মৃতির পাতাঁয় আর খোজঁও না অনিতা

রঙিন খাতা এখন শুন্য যে

আরাধনার সব রঙ বির্বণ ছবি

আকেঁ স্মৃতির ক্যানভাসে।

আমি বলছি না এ আমার দৃষ্টতা

আমি বলছি না সেটা ছিল মেকি খাতা ।

পরিপূর্ন ছিল সে তুলির ছোয়াঁতে।

ইচ্ছেগুলো ৩খনও ছিল জীবিত

শৈল্পিক পূর্নতায় ক্রমশ লুকোচুরি

খেলত রঙের মেলাতে।

ক্যানভাসের রঙিন পাতায়

পুনঃবার জেগে উঠতো ছবি হয়ে।

সাধ সাধনায় মত্ত ছিল তবেকার তৈল চিত্রে।

আজো ছবি আকিঁ, স্বপ্ন দেখি

তুলি নিয়ে খেলা করি

কিন্তু রঙ আর খেলে না নিরব

পাতাঁয়।
ফোটায় না কোন শৈল্পিক ফুল

মাতে না যে আর সম্ভবনার দুয়ারে।

ইচ্ছেগুলো জাগে না আর রং তুলির ছোয়াঁতে ।

কেমনে জাগবে বল?

রং কি আর রং আছে জলের খেয়াতে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

নিলু বলেছেন: লিখে যান

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

ফ্‌জলূল করিম বলেছেন: ধন্যবাদ।আপনার প্রতি শুভ কামনা রইল শ্রদ্ধেয় নিলু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.