![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
সফলতার গল্প নেই তাই আমার কাছে মানুষের ভীড়ও নেই,
সফল হওয়া মানুষগুলোর বাঁকা হাঁসি ভালো করেই হজম করেছি।
সমস্যা নেই
আক্ষেপ পুষে না রেখে চায়ের কাপের ধোঁয়ার সাথে চাপা কষ্টগুলো উড়িয়ে দিয়েছি,
সমস্যা নেই
হয়তো এইবারের মত অপ্রস্তুত হয়ে পড়েছি কিন্তু থেমে যাচ্ছি না।
মায়ে খেদানো বাপে তাড়ানো ছোকড়ার মত আমাকেও ওই ভদ্রপল্লী থেকে বিতাড়িত করা হয়েছে,
যাকেই নিজের অক্সিজেন ভেবেছি তিনিই আমার সাথে ছেলে খেলা করেছেন।
সমস্যা নেই
সময় গড়ালে সময়ের জবাব ঠিক পেয়ে যাবেন
সমস্যা নেই
হয়তো এইবারের মত দু:খ পেয়েছি কিন্তু থেমে যাচ্ছি না।
কবিতার নির্জন কুটিরে সাজিয়ে রাখা শব্দগুলো কেমন খসখস করে,
বাক্যগুলো কেমন হোঁচট খায়, বর্ণগুলো কেমন ঝরে পড়ে।
সমস্যা নেই
আগুন দিয়ে রক্ত দিয়ে কয়েকটা কবিতা কোলাজ করে রেখেছি সামনের বসন্তের জন্য
সমস্যা নেই
হয়তো এইবারের মত ধাক্কা খেয়েছি কিন্তু থেমে যাচ্ছি না।
বিষ খাইয়ে আমাকে মারতে পারেন নাই শেষ পর্যন্ত মিঠাই খাইয়ে মারতে চেয়েছেন।
সমস্যা নেই
জায়নামাজ ছাড়া আর কোথাও মেরূদন্ড বাঁকা করি নি
দ্রোহের দাহ নিয়ে অথৈ সমুদ্র সাতরিয়েছি তবু কাত হয়ে যাই নি।
সমস্যা নেই
হয়তো এইবারের মত হেরে যাচ্ছি কিন্তু থেমে যাচ্ছি না…
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৯
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩১
বিজন রয় বলেছেন: প্রশ্ন এবং উত্তর সবই পেলাম এই কবিতায়।
সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৯
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: দূর্বোধ্য কবিতার ভীড়ে এত পরিচ্ছন্ন সাবলীল প্রকাশ আপনার কবিতাকে ধন্যাত্নক মাত্রা দিয়েছে। প্রথমে গদ্যই ভেবেছি কিন্ত অচিরেই বুঝেছি এটা গদ্য কবিতা। আজকালকার দূর্বোধ্য শ্বাসরোধকারী গদ্যকবিতার ভীড়ে আপনার ভাষায়ই বলছি আপনার কবিতা অক্সিজেনের মতই মনে হল! ভাল থাকুন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১০
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৯
আবেদি১২৩ বলেছেন: ভালো লেগেছে, ১০ র মধ্যে ৭ দিবো আমি। ভালো থাকবেন
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১০
মাসুদ রানা শাহীন বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪০
যুবক অনার্য বলেছেন: ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১১
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৬
শায়মা বলেছেন: থামা চলবে না।
সফলতা মানেই ট্রাই এন্ড ট্রাই এগেইন!