নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যতটুকু কর্ম ততটুকু ফল=

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫


তোমার কর্ম যতটুকু, দুনিয়াতে ততটুকুরই পাবে ফল,
সু কর্মগুলোর সু ফল আখেরাত অথবা অনন্তকালই পাবে,
সে কর্মফল হবে না জল,
তুমি কাউকে অবহেলা করলে, করলে তুচ্ছতাচ্ছিল্যদ,
তুমিও হারাবে একদা প্রিয়জন হতে বাত্সল্যু!

তুমি ঠোঁট বাকিয়ে কাউকে অবজ্ঞা করে পাও শান্তি,
মনে বিষ পুষো অযথাই, বুকজুড়ে তোমার ভ্রান্তি আর ভ্রান্তি,
তুমি ভুল বুঝো, ভুল বুঝতে বুঝতে তীক্ততা নিয়ে আসো সম্পর্কে,
ভুলভাল কথা, মিথ্যের ফুলঝুেড়ি, কেউ কেউ চুপ থাকে তোমার তর্কে।

এগুলো বৃথা যাবে না, এগুলো উড়ে যাবে না শূন্যে হাওয়ায়,
একদিন বিতৃষ্ণার খরা রোদ পোহাবে তোমার মন দাওয়ায়,
বয়স ফুরিয়ে যাবে তবুও তোমার ফিরে আসবে না হুশ,
তখনো মন ছুঁয়ে থাকবে অন্যের প্রতি আক্রোশ।

তুমি যেন শ্বেত শুদ্ধ মানুষ, অকারণেই মানুষকে করো তুচ্ছজ্ঞান,
নিজেকে জ্ঞানী ভেবে পথ আগাও, কে আর সমাধান করতে পারে তোমার মনোবিজ্ঞান,
এগুলো তোমার জন্যতই থেকে যাবে, তোমার দেয়া অবহেলা হবে বুমেরাং,
তুমি কষ্ট পাবে, জাহান্নামও মেনে নেবে, তুমি পাপ নিয়েই থাকো বরং।

মনে বিষ পুষে কে আর হতে পারে সুখি, মুখশ্রীতে নেই আল্লাহর নূর আলো,
যাদের মন দুধ সাদা শুদ্ধ, ভুলে যায় হিংসা বিদ্বেষ,
তাদের ইহকাল পরকাল- ফলাফল ভালো,
মন যাদের আকাশের মেঘ, শ্রদ্ধা আসে স্বয়ংক্রিয়তায় মনে,
কখনো মন্দ হয় না এই দুনিয়ার তাদের সনে।

কাউকে কাঁদিয়ে, কষ্টে বুক ভরে, বিষাদে করে মন পূর্ণ,
অবহেলা অবজ্ঞা তুচ্ছজ্ঞানে তার মন করে চূর্ণ বিচূর্ণ,
তুমি নিজে কী সুখের ঢেঁকুর পারবে গিলতে ,
নাকি জরাজীর্ণতা কালে মনে শান্তি পাবে এক চিলতে?

ভালো করো অথবা মন্দ,
মেনে নাও অথবা করো ক্ষমা, ভুলে যাও দ্বিধাদ্বন্দ্ব,
কর্মফল ছাড়বে না তোমার পিছু,
টাকা কড়ি বিত্ত বৈভব আসবে না কাজে কিছু।

শাস্তি দুনিয়াতেই পেতে হবে, যদি তুমি মনে পুষেছিলে একদা বিষ,
মৃত্যুাকাল তোমার হবে না সুখকর, তুমি পাবে না খুঁজে দিশ,
আর যারা পূন্যিবান, মনে নেই পাপ এক বিন্দু, সহজ ছিলো যাদের জীবন যাপন,
তারা মৃত্যুড়দূত আসলে হেসে দেবে এক চিলতে, মৃত্যুীকে করে নেবে সুখে আপন।
©কাজী ফাতেমা ছবি
১৮-০৯-২৫

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: তাহলে যেমন কর্ম তেমন ফল।

এই কবিতা পড়ে আমি মনোবিজ্ঞানী হয়ে গেলাম!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও দেখেছি। ভুল করলে হিঙসা করলে সে ফল হাতে হাতে পেয়ে যাই।

বর্তমানে অসুস্থতায় ভুগছি
দোয়া কইরেন দাদা
ভালো থাকুন সবাইকে নিয়ে

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আখিরাতে আপনি কি আশা করছেন?

চাকুরীতে মানুষকে সাহায্য করেন, ৮ ঘন্টা সঠিক মতো কাজ করেন। বেদুইনদের গালগল্প ওদের জন্য থাকুক।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!
কবিতা নয়, আত্মসমীচীন বাণী। যার প্রতিটি লাইন মনে করিয়ে দেয়- অহংকার, অবহেলা ও তিক্ততা শেষমেষ আমাদেরই ক্ষত করে। ভালোবাসা, নম্রতা ও ক্ষমাই হয় প্রকৃত মুক্তির চাবিকাঠি। ভাষা সরল কিন্তু তীব্র; ছবির মতো অনুভব জাগে- হৃদয় ধরা ক্রন্দন, বোধোদয় ও সতর্কতার আলোক। এমন কবিতা যা পড়ার পর যে মানুষের মধ্যে মানবিকতা আছে, সেই মানুষ ভাল পথে ফিরতে উদ্দুদ্ধ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.