নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

''বসন্ত তুমি জেগে থাক চিরকাল''

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আজ যে বসন্ত এসেছে তোমার দুয়ারে

দ্বার খোল আখি মেলে দেখ

কত শত ফুল ফুটেছে তোমাকে রাঁঙাবে বলে।


চামেলী ,গাঁদা, শিঊলী, পলাশ কতই না ফুল

বাহারী ডালায় নিবেদিত হতে চায় হ্রিদয় মন্দিরে।

কৃষ্ন চূঁড়া আনিয়াছে বেনারসী তোমার চরণে

সাঁজাবে তোমায় শালিকের বেশে।


পৃথিবী আজ মুখরিত পত্র-পল্লবে

তুমি আর আনমনা হইও না।

নিদ্রাকে বিদায় জানাও ওহে প্রিয়া

সরোরবে গ্রহন কর বাসন্তীয় শুভেচ্ছা।


এই তো সেদিন তুমিই চেয়েছিলে

বিথীকার পাঁপড়িতে বাতায়নে সৌরভ ঢেলে

সুখ নিদ্রায় আমাকে জড়াবে বলে ।

তুমিতো বলেছিলে শরৎ এর মেঘ হয়ে এসে

আমার আকাশে সুখের পরশ ছুয়ে দিবে,

বর্ষার প্লাবণে দুঃখগুলো ভাসিয়ে দিবে

তবু তুমি এলেনা শুধু আমায় জাগালে।


বরাবরই শীত গেল এতটুকু উষ্নতা না নিলে

তবে কেন এত অভিমান এ শতদল ফুলে।


সকালের বাসি ফুল ভেব না মোহনা

এ যেন অনেক বছরের সাধনার বাগান

মনের ভূলেও কারো হতে দেইনি প্রবেশ অধিকার।


শুন্য হ্র্দয়ে কিছুই নেই দেবার আর

নিরবে চলে এসো মন পাখি

বসন্ত যে নিয়েছে মোদের জীবন সাঁজানো ভার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

জাহিদ জুয়েল বলেছেন: ভাল লাগল।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

তুষার কাব্য বলেছেন: কবিতায় ভলোলাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.