নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিগুলো নিয়ে যেও।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৯



কত বার দিব্যি দিয়েছি নিজেকে
মনের ভুলেও ভাববো না তোমাকে
তবু কেন বার বার স্মৃতি গুলো
আমাকে ভাসাঁয় লোনা জলে।

আমি কয়েদির শাস্তি দেখেছি
অত্যাচারীর আঘাত দেখেছি
শুনেছি জাহেলীয়ার সভ্যতা
এর চেয়েও কি নিষ্ঠুর ছিল?
রেখে যাওয়া তোমার স্মৃতিকথা।

তুমি চলে গেলে তোমার প্রয়োজনে
ফিরলে না আর ভাঁঁঙ্গা নীড়ে
তবুও কেন আচঁলে বাধঁলে না
যন্ত্রনা বিধুঁর স্মৃতিগুলোকে।

কল্পনা আর পারছি না
জানতে নিঃশ্ব হওয়ার গল্প শুনতে
ধ্বংস হওয়ার স্বপ্ন দেখতে।
আমি ভূলে যেতে চাই স্মৃতিগুলোকে
যত সহজে ভূলেগেছ তুমি এ অবুঝটারে।

তুমিতো বেশ সুখে আছ
স্মৃতি গুলোকে একটু তব বলবে?
তোরা ফিরে এসো-
আমি জানি ওরা মানবে-
ওরা তো তোমার আদর্শে বেড়ে উঠা কন্টকলতা যে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.