![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
ষোড়শী পদ্ম আমি
আমার বিস্তৃত পাপড়িতে চলছে
ভ্রমরের অবাদ লুকোচুরি,
অবেলায় স্বারথির মৌন ভক্ষনে
আমি আজ অবশ পাত্র ।
আমার ঠোঁটযুগলে কাম-পিপাসুদের
অবাদ বিচরন শিহরনে শিহরনে ।
আমি লুকিয়ে রাখি আমাকে সংশয়ের ধ্রুমজালে ।
এই বুঝি শুলেরা দেখলো মোরে ।
বাতাসে দেহের গন্ধ শুকে আসে,
ওরা আসে- জাগরনের মিছিলে দৈত্ত রুপে ।
ওরা একা নয় সহজাতেরাও খুজঁছে আমাকে ।
পদ্ম বল কোথায় লুকিয়ে ?
খেলছ খেলা কার বদ্ধ পুকুরে ?
এত অবিশ্বাসী ওরা?
যমিনের সব ফসল তুলেও ক্রমাগত চুষে যাচ্ছে
বুক পাজঁরের প্রতিটি ভাজেঁ ভাজে।
হে বসুধা !
আমার কি কোন ইচ্ছে নেই আমি ষোড়শী বলে ?
©somewhere in net ltd.