নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

উদাসী মন

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২


সকালে পাখির আহবানী গান

নদীর কলতান সুর

আড়মোরা বৃক্ষের চঞ্চল হাতছানী

ঘাস ফুলের নরম ছোয়া পেয়েও

যেন তিক্ত এ আবেগী মন

উড়ে চলে বলাকার মত করে।

আজ যেন এ পাওয়া পাওয়া নয়।

সুপ্ত ডানা দিক ছাড়ে মেঘবতীর খোঁজে।

প্রকৃতির সব সুখ আছে বুঝি মেঘবতীর দেশে ।

কি অদ্ভূত বিচরন

কি আপেক্ষিক মায়া বুকে

অচেনা পথে ছুটছে প্রতি নিয়ত অজানা দেশে।

সাগরে মত উত্তাল ঢেউ পিছু নেয়

শঙ্কচিল বাধঁ সাদে আহরনের টানে

নির্ঘাত দুঃখ জেনেও পথ খুজেঁ চাতকের বেশে।

অতীতের ভীতি নিঃস্ফল আচরনেও

দিক বদলায় না অনাহুত কোন আবেগে ।

তীর্যক দৃষ্টি মৌন ভাবে আল্পনা একে যায় ,

জেগে থাকা স্বপ্নের ভাজেঁ ভাজেঁ।

অবারিত সুখের অন্তহীন আশায়

মন ছুটে চলে আজও আলেয়ার পিছে পিছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

নিলু বলেছেন: লিখে যান

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

সুপ্ত আহমেদ বলেছেন: দারুন লিখেছেন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.