![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
ঘুমন্ত নগরীর বিশ্বাস রেখায়,
বৃষ্টির ঝরা পালকে বলাকার ডানায়,
তোমাকে উড়তে দেখেছি অসীম দিগন্তের নীল আচঁলে।
কুয়াশা ঢাকা পথে অমাবস্যার গহীন বনে ,
কত প্রহর চলতে দেখেছি আহত পথিকের মিছিলে।
সেদিনও দেখেছিলাম--
শঙ্খ চিলের নখে সপেঁ দিতে কি অদ্ভূত পরশের বন্ধনে।
মাধবীর কপালে মোহিত লাল টিপে ,
রঙ-ঢঙের ক্যনভাসে সাজানো নাটকে,
গদ্যের কস্তূরী ফেলে কবিতার শহরে ,
তোমাকে চলতে দেখেছি মুক্তির মিছিলে।
আজও দেখলাম---
কাঁধে ঝুলানো ব্যাগে তোমার বস্তা বন্দি সভ্যতা
তাবেদারী আর বাকরূদ্ধের দৃষ্টি নন্দিত মঞ্চায়ন
রঙীন চশমার ফ্রেমে দেখানো নীল নকশায় কত শত প্রহসন।
শুধু বুঝলাম বিশ্বাস আর কত দৃঢ় হলে
মানুষ হরন করতে পারে মানুষের জীবন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
হাসান খা বলেছেন: রঙীন চশমার ফ্রেমে দেখানো নীল নকশায় কত শত প্রহসন।
শুধু বুঝলাম বিশ্বাস আর কত দৃঢ় হলে
মানুষ হরন করতে পারে মানুষের জীবন।