![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
রাগিনি যামিনি কৃষ্ন মালতি
অশ্ব দম্ভে কর হ্রদয় অংঙ্গার সমাধি
সৌরভ বন্ঠনে তুমি আজ স্বার্থহরিনী।
ধ্রুমজালে বক্ষ ছায়া প্রনয়ে নিছক মায়া
যাতনে বিভুক তুমি সদনে কড়াল তটিনী।
অনুরাগ সাম্য সন্ধি দৈব পাকেঁ করলি বন্ধি।
এহ যাতনায় না ফিরে প্রনয়
আগন্তুক অপস্বরা মেনকি।
বিবিধ কৌশূলী রংরেখায় পক্ত তুলি
ছলনার ঐ নিছক ব্যানারে
সাজেঁনা তোমাতে অনুরাগী কহুকী।
তৈল চিত্রে বাহবা তুমি হায়ানা বৈরাগী।
মানস অঙ্কুরে পরিচিত আজ স্বপ্নচারিনী।
সব নারী নয় ত বটে
কিঞ্চিৎ মোহনায় তীব্র মোদেনী।
অভিযোগ করুন
২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
ফ্জলূল করিম বলেছেন: সরল শব্দে নাকি কবিতায় সমাহার।
এজন্য কবিতায় আনলাম কঠিন শব্দের ব্যবহার।
==শুভ কামনা রইংল==
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭
জাহিদ জুয়েল বলেছেন: সরল শব্দে নাকি কবিতায় সমাহার।
এজন্য কবিতায় আনলাম কঠিন শব্দের ব্যবহার।
ভাল বলেছেন
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগল।
কঠিন কঠিন শব্দের জন্য অর্থ বুঝতে ককয়েকবার পড়তে হল।
ভালো থাকবেন।