নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

পরাণ ডাকে তোরে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

পাগলী আমার একটু সময় দাড়া

কোন ভয়ে এত জড়সর?

চলেছ কোন অচীন পাড়ায় ।

কোন মনের হাঁক লেগেছে ?

কোন দানবে বাঁধ সেধেঁছে?

কোন বিষাদে পাগলপরা?

ছুটছ তুমি দু" কূল হারা।

তোর কথাতে সব ক্ষয়েছি,

প্রানটাকেও যে বধ করেছি,

চন্দ্র-সূর্যও যায় নি তো বাদ

খেলতে যমের খেলা ।

দাড়াও না একটু দেখার ছলে

চোখ জুড়াক সেই মায়ারটানে

দিবানিশি হূদয় পুরে

দৌড় খেলেছি তোমার টানে ।

বিংশতাব্দির ক্লান্তি বুকে

আর কতকাল দেবে মোরে ?

যাবেই যদি দূর দেশেতে

সঙ্গে নাও না পাগলটাকে ।

দুই ভুবনের এ পৃথিবী

তবুও বাচঁবে আশার ছলে।

আর ছুটিসনে লক্ষী সোনা

পথ হারালে যে কূল পাবে না ।

আগলে রাখব জনম ধরে

ভালবাসার প্রাচীর হয়ে।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

নিলু বলেছেন: ভালো , লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.