![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
আজও মনে পড়ে তোকে হে কদমতলী গাওঁ
অনিল মাঝির হারিয়ে যাওয়া জিগনী কাঠের নাওঁ।
সাত- পাচেঁ তার মুষ্ঠি বাধঁন ছিন্ন করে উধাঁও যখন...
আমি তেপান্তরের যুদ্ধ দেখেছি, বিষাদের জল ছুয়েছি,
শুনেছি বিষম আর্তনাদ।
কখনও ভুলে হয়নি দেখা প্রিয়তমার অশ্রুপাত।...
কল্পনায় আজো পুষেরাখি তোরে
স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে
বেধেঁছিলে মোরে যেমন করে...
©somewhere in net ltd.