![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
কল্পনায় আজো পুষেরাখি তোরে
স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে
বেধেঁছিলে মোরে যেমন করে
বিনিসূতায় রঙিনখামে।
আখিঁ যূগল মোর আজও কাদেঁ
হিয়ায় জাগে প্রণয়ের বাণ
ফের এলে বুঝি
মোর ভাঙ্গা ঘরে
ফিরিয়ে দিতে স্বপ্নেরমান।
পথভোলা বলে হারাতে চাইনি
সরলমনা তাই কষ্ট দেইনি
তবুও কেন ডুবালে আমায়
শ্রাবণ মেঘের রোষানলে।
স্বারথি হয়ে এলে ভুলে
কোন যাতনায় দুরেগেলে।
আমি ছিলেম এতই নির্বোধ
পারতাম না তোরে সূখে রাখতে।
জানি না আজ কোন কারনে
ভাঙ্গা মনে উকিঁ দিলে
নতুন করে নকশা রেখায়
কোন হিসাবের সূর জাগাতে?
চাই নাকো আর দুঃখপাড়ায়
সুখের নামে মত্বলীলায়
আশার বুকে কাফন পড়ে
ফের হারাতে আমি আমায়।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
ফ্জলূল করিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগলো।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
নিলু বলেছেন: লিখে যান
০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
ফ্জলূল করিম বলেছেন: সাহস যোগানোর জন্য আপনাদের শুভ দৃষ্টি কামনা করছি।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
জাহিদ জুয়েল বলেছেন: কল্পনায় আজো পুষেরাখি তোরে
স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে
বেধেঁছিলে মোরে যেমন করে
বিনিসূতায় রঙিনখামে।
ভাল হইছে দাদা।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
ফ্জলূল করিম বলেছেন: ধন্যবাদ কবি দাদ।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাঙ্গা মন জোড়া লাগুক------লেখনী সুন্দর হয়েছে