![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
আমি তেপান্তরের যুদ্ধ দেখেছি, বিষাদের জল ছুয়েছি,
শুনেছি বিষম আর্তনাদ।
কখনও ভুলে হয়নি দেখা প্রিয়তমার অশ্রুপাত।
পাখির ডানায় স্বপ্ন
একেঁ, ছুটেছি কত অবিরাম।
ক্লান্তিক্ষনেও পারিনি দিতে কৃত্রিম কোন আশারবাঁধ।
আমার মাঝে আমি আজও দেখছি কত প্রলয়ংকার,
এতকিছু পরেও কেমনে
বাঁধিব তারে মিথ্যে প্রনয়ের স্বপ্ন সাজঁ।
বেলাঅবেলা কেটেছে আমার পরাজয়ের মন্থন কেটে
কি করে আজ শুনাব তারে প্রেমশ্যামার টংকার বেজেঁ।
অগোছাল ঐ
হিয়ার মাঝে জুটেছিল যদি পরাগরেণু,
জীবনের হিসেব করতে গিয়ে হারাতে হয়েছে
কতকিছু।
সত্যমিথ্যের রনাঙ্গনে স্ট্যাচু আমি ঘর সাজাতে
পারবে কি কেউ রাখতে
আমায় বিভ্রান্ত পথিকের পরিচয়ে।
সমাজ-সংসার সবি সবার আমি কি তাহার কিছুই না?
তবুও কেন ছুটছি এত সচল রাখতে সভ্যতা ।
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
ফ্জলূল করিম বলেছেন: : আপনারও প্রতি শুভ কামনা রইল ।ধন্যবাদ
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১
জাহিদ জুয়েল বলেছেন: খুব সুন্দর।
জীবনের হিসেব করতে গিয়ে হারাতে হয়েছে
কতকিছু। অনেক বাস্তব সত্য কথা।
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
ফ্জলূল করিম বলেছেন: আপনারও প্রতি শুভ কামনা রইল ।ধন্যবাদ
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো , শুভেচ্ছা
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮
ফ্জলূল করিম বলেছেন: আপনারও প্রতি শুভ কামনা রইল ।ধন্যবাদ
৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । +++
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
ফ্জলূল করিম বলেছেন: ভালো লাগল +++++ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬
নিলু বলেছেন: ভালো