নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলুল করিম ফারাজী

ফ্‌জলূল করিম

কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।

ফ্‌জলূল করিম › বিস্তারিত পোস্টঃ

...কদমতলী গ্রাম....

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

আজও মনে পড়ে তোকে হে কদমতলী গাওঁ

অনিল মাঝির হারিয়ে যাওয়া জিগনী কাঠের নাওঁ।

সাত- পাচেঁ তার মুষ্ঠি বাধঁন ছিন্ন করে উধাঁও যখন

চিৎকারে তার শূন্যমাতম দিয়েছিলে তুই মায়ার বাধঁন।

হরেক রঙের ফুলের বাহার পাঙশি সাজে ধরলার পাড়

নৌকা বাইচের কোরাশ গানে নেচেঁ ছিলে তুই জলের তালে।

গাঁও গ্রামের পথিক- মশাই, মাতবর- মনিব, দুখী- চাষাই

সব কিছুরই বিভেদ ভুলে রেখেছিলে তুই মায়া জালে।

হেমন্তকে নিমন্ত্রণে জাগাইছিলে পাড়া স্বর্ণের ভাড়ে

স্বপ্নরেখা পিঠার ভাজেঁ দেখাইছিলে সুখ নাকের নোলে।

তোকে ছেড়ে আজ কতই না দুরে স্বপ্ন আকিঁ ইট পাথরে

মনের ভুলেও পড়লে মনে আশ্বিস দিস তুই চাদেঁর সনে

সোডিয়াম যদি দেয়রে ফাকিঁ আশ্বিস নেব ছাদের কোণে।

ভুল বুঝিস নারে কদমতলী কুড়িগ্রামের গাঁও

তোর এ অবোধ তোরেই আছে জানে সারা গাঁও।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

জাহিদ জুয়েল বলেছেন: খুব সুনদর হইছে ভাই। ফাটাফাটি :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

ফ্‌জলূল করিম বলেছেন: ধন্যবাদ ভাই।পড়ার জন্য।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

মাঝিবাড়ি বলেছেন: দারুন!

৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

ফ্‌জলূল করিম বলেছেন: আপনার ভাল লাগায় আমারও ভাল লাগল।ধন্যবাদ সময় দেয়ার জন্য।শুভ কামনা রইল।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা একরাশ

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

নেক্সাস বলেছেন: খুব সুন্দর

৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬

ফ্‌জলূল করিম বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: চমৎকার।

লেখাতে প‌্যারা বা গ্যাপ দিলে পড়তে সুবিধা হবে।


হ্যাপি ব্লগিং........


**অাপনি যাকে প্রতিউত্তর দিতে চান, সেই মন্তব্যের সর্ব বাম পাশে, মন্তব্যটির জবাব দিন লেখাতে ক্লিক করে উত্তর দিলে উনি তা বুঝতে পারবেন।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

ফ্‌জলূল করিম বলেছেন: সঠিক নির্দেশনা দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.