![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনায় আজো পুষেরাখি তোরে স্মৃতির পাতাঁয় স্বর্ণাক্ষরে বেধেঁছিলে মোরে যেমন করে বিনিসূতায় রঙিন খামে।
প্রেম তোমাকে দেখিনি
শুধু অনুভব করেছি
তুমি মুহ্যমান সবার হৃদয়ে।
তুমি অনাদিত কাননের বাসিঁ ফুল নও
তুমি পঠ-পবিত্র সবর্জনীন তোমার ধর্ম।
প্রেম তোমাকে দেখিনি
শুধু অনুভব করেছি
তুমি মিশে আছ সমস্থ অস্তিত্বে্্য
তোমার আদলের সূর্য্যরেখায়
আজও প্রকৃতি স্বপ্ন আকেঁ।
প্রেম তোমকে দেখিনি
শুধু অনুভব করেছি
তোমার অদৃশ্যতা করছে আমায় মুগদ্ধ
দৈন্যতা বিভেদ ভুলে ধরনী পেয়েছে এই স্বর্গ।
প্রেম সত্যি তুমিই ধন্য..........
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬
ফ্জলূল করিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।ভাল থাকুন সামুর সাথে।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫
জাহিদ জুয়েল বলেছেন: আমরা ও ধন্য আপনাকে পেয়ে
লিখে যান সব মনের কথা
ভড়ে ফেলেন সব সামুর পাতা।