![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন একটা ছেলে। গ্রামে থাকি। স্বপ্ন দেখি একদিন বড় সাংবাদিক হবো। সে প্রচেষ্টায় থাকি প্রতিটা মুহুর্ত। আপাতত একটি অনলাইন মিডিয়ায় সম্পৃক্ত।
গোপীবাগে খুন হওয়া লুৎফর রহমান টাঙ্গাইলে পীর দাবী করে এলাকার মানুষদের দাওয়া খেয়ে বিতারিত হোন। এরপর ঢাকায় এসে শুরু করে ধর্ম ব্যবসা। তিনি নামাজকে দুই রাকাত করেন। রোযাকে হারাম করেন। কোরবানীকে নিষেধ করেন। আর হজ্জ যাকাতকে নিয়ে সংস্কার করার চিন্তায় মশগুল থাকতেন। তাঁকে তার ভক্তরা পায়ে পড়ে সিজদা করতো, তিনি নিজেকে কখনো ইমাম মাহদী প্রধান সেনাপতি আবার কখনো নিজেই ইমাম মাহদী দাবী করতেন। ভক্তদের টাকায় চলতো তার বিলাসী জীবন। ছেলে মেয়েরা জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে।
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন। এক্সুক্লুসিভ ভিডিওসহ.. .
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
মুহাম্মদ ফজলুল হক বলেছেন: এমন নিশংস হত্যাকান্ড কারো কাম্য হতে পারে না। খুনীদের ফাঁসি চাই।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৩
কলাবাগান১ বলেছেন: "এই কারনে তাকে জবেহ করা হালাল হবে ?"
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
পথহারা নাবিক বলেছেন: নিয়েল হিমু বলেছেন: এই কারনে তাকে জবেহ করা হালাল হবে ?
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২
ক্লিকবাজ বলেছেন: দেওয়ানমাগীরে কবে হালাল করা হবে?
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
নিজাম বলেছেন: ঘটনা যা-ই ঘটুক, খুন কারো কাম্য নয়। তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
মুহাম্মদ ফজলুল হক বলেছেন: খুনের রহস্য এখনও অন্তরালে। খুনীদের ফাসি চাই।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
েফরারী এই মনটা আমার বলেছেন: দেওয়ানমাগীরে কবে হালাল করা হবে?
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: দেওয়ানমাগীরে কবে হালাল করা হবে?
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৫
নিয়েল হিমু বলেছেন: এই কারনে তাকে জবেহ করা হালাল হবে ?