![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশেপাশে অন্যায় কিছু দেখলে অনেক খারাপ লাগে। যদি সম্ভব হয় তবে প্রতিবাদ করি, যদি না পারি তখন ব্লগ লিখি।
লালমনিরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মেয়ে ধর্ষিত হওয়ার জন্য যুদ্ধ করিনি। কোনো কিছু পাওয়ার আশা বা লোভেও নয়। জীবন বাজি রেখে যুদ্ধ করেছি শুধু দেশমাতা আর তার সন্তানদের রক্ষা করতে।
সেই স্বাধীন দেশেই এই মুক্তিযোদ্ধাকে সহ্য করতে হচ্ছে নিজের মেয়ে ধর্ষিত হওয়ার কষ্ট, যার কোনো ক্ষতিপূরণ নেই।
কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে ওঠেন ধর্ষণের শিকার এক কিশোরীর দরিদ্র মুক্তিযোদ্ধা বাবা।
গত বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের চর ডাউয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটলেও হুমকির কারণে এবং লোকলজ্জায় মামলা করতে পারেনি পরিবারটি।
শনিবার রাতে মামলা হলে ‘ধর্ষক’ যুবকের বাবা স্থানীয় ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর অসুস্থ ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১৪) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
রোববার বিকালে হাসপাতালে মেয়েটি সাংবাদিকদের বলে, গত বুধবার (৩০ জানুয়ারি) তার বাবা-মা নানার বাড়ি গেলে সন্ধ্যায় প্রতিবেশী ইউপি সদস্য লোকমান হোসেনের ছেলে তিন সন্তানের জনক জাকির হোসেন (৩৫) তাদের বাড়ি ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়।
গুরুতর অসুস্থ হলেও ধর্ষকের বাবার বাধায় তাকে হাসপাতাল নিতে পারেনি পরিবারের লোকজন। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তায় তাকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান বাবা-মা।
এলাকাবাসীর বরাত দিয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ধর্ষকের বাবা ইউপি সদস্য লোকমান আলামত নষ্ট করতে মীমাংসার নামে সময়ক্ষেপণ করেছেন। মেয়েটিকে চিকিৎসা নিতে কিংবা মামলা করতেও বিভিন্নভাবে বাধা দিয়েছেন।
“ধর্ষক ছেলের পক্ষ নেয়ায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়,” বলেন পুলিশ কর্মকর্তা।
জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
মেয়েটির মা’র অভিযোগ, তাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে ধর্ষকের প্রভাবশালী ওই পরিবার। তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলা রহমান ধর্ষকের শাস্তি দাবি করে বলেন, “এ ব্যাপারে মেয়েটির বাবাকে আইনি সহায়তা নিতে বলেছি।”
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
ছাসা ডোনার বলেছেন: এই সব কুত্তার বাচ্চাদের ধইরা নুনু কেটে দেওয়া দরকার!!!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
ভিটামিন এ বলেছেন: ধর্ষণ রোধে শক্ত আইন প্রয়োজন।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ফারমার বলেছেন: দেখা যাক, মুক্তিযোদ্ধা সংসদ কিছু করে কিনা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
ভিটামিন এ বলেছেন: এখনই দেখার সময়।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মদন বলেছেন: একজন মুক্তিযোদ্ধা বাবা হিসেবে আপনার প্রথম এবং প্রধান কর্তব্য হলো নিজ হাতে পশু গুলারে জবাই করা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
ভিটামিন এ বলেছেন: সহমত।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এ ধরনের খবর দেখতে দেখতে হতাশ হয়ে যাচ্ছি!!!
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই ভাষা নাই কিছু বোলার, প্রচণ্ড ঘৃণা আর রাগে গা জ্বলছে! ক্ষমতা থাকলে গুলি করতাম, তারপরে যা হবে হবে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
ভিটামিন এ বলেছেন: প্রচণ্ড ঘৃণা আর রাগে গা জ্বলছে
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
মুহাই বলেছেন: মদন বলেছেন: একজন মুক্তিযোদ্ধা বাবা হিসেবে আপনার প্রথম এবং প্রধান কর্তব্য হলো নিজ হাতে পশু গুলারে জবাই করা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
রিওমারে বলেছেন: মুক্তিযোদ্ধা চাচামিয়া আপনের অস্ত্র খানা কি জমা দিয়া দিছিলেন নাকি আছে। যদি থাকে তাহলে বিচারটা আপনি নিজের হাতেই করে ফেলেন মনে করবেন আর ও একটা পাকি জারজ মারলেন।।