![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা কখনো যদি এমন হয় সে তোমার সামনে আসলো আর তোমাকে বলল, "ভালোবাসো?" তখন তুমি কি জবাব দিবে? 'হুম ভালোবাসি!' নাকি বলবে 'জানি না!'। আমি কি বলবো জানো? আমি বলবো "বাসি না। ভালো বাসি না বলেই তোমার জন্য আমি অপেক্ষা করেও করি না। তোমার জন্য আমি রাত জেগেও কাঁদি না।"
আচ্ছা যদি সে তোমাকে জিজ্ঞাস করে, "তবে কেন এখনো একই যায়গায় দারিয়ে আছো?" তুমি কি বলবে? 'তোমার জন্য!' অথবা 'মায়ায়!' আমি বলবো,"আমি তো একই যায়গায় দারিয়ে নেই! আমি অনেক দুর এগিয়ে গেছি। মাঝে মাঝে এখানে এসে জীবন থেকে নেওয়া শিক্ষাটা নিয়ে যাই।"
আচ্ছা আমি কি খুব কঠোর? হয়তো!!! সময় বানিয়ে দিয়েছে। তাই আমার জীবনে তুমি এখন ক্ষুদ্র শিক্ষা ছাড়া আর কিছুই না। কিন্তু এই শিক্ষাটার নাম জানি না।
২| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ধন্যবাদ, ভাই
৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
কালনী নদী বলেছেন: আমার সাথেও মিল আছেরে ভাই! আমাদের মত মানুষদের জীবনে কেউ আসেও না আসবেও না। আর স্বপ্ন সেখানেত বিধাতাও মশকরা করেন। টাকা থাকলে সব হয় আবার এই টাইপের মানুষেরা টাকাকেও ভেলু দেয় না। বিষন মুডি কিন্তু সত্যিকারের ভালোবাসতে তারাই জানে।
৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: জানি না।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
দিগন্ত জর্জ বলেছেন: জীবন থেকে নেয়া শিক্ষা। নামটা না হয় অজানাই থাকলো।
ভালো বলেছেন।