![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কোনো বৃষ্টি ভেজা রাতে তোমার
চোঁখে ঘুম না আসে,
তাহলে জানালার গ্রীল ধরে দাঁড়িও ।
যদি ভুল করে আমার কথা মনে পড়ে যায়,
তাহলে জানালার ও পাশে হাত
দুটি বাড়িও ।
আমি হিমেল হাওয়া হয়ে ছুঁয়ে দেবো
তোমার কোমল মুখ অথবা
ঝিরি - ঝিরি বৃষ্টি হয়ে তোমায়
ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সব কষ্ট
ধুঁয়ে দেবো ।
বুঝে নিও ওটা বৃষ্টি ছিল না,
ছিলাম আমি ।
আমি কাঁদছিলাম,
আমার কান্নার জল
বৃষ্টি হয়ে ঝরে পড়ছিলো তোমায়
ছুঁয়ে দেবে বলে ।
২| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুন তো
খুব খুব ভালো লাগা
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫২
মুসাফির নামা বলেছেন: যদি কোনো বৃষ্টি ভেজা রাতে তোমার
চোঁখে ঘুম না আসে,
তাহলে জানালার গ্রীল ধরে দাঁড়িও ।
সবসময় তাই করি।