নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকন্যার ভালবাসার নীড়

ফেরদৌস আহমেদ নীরব

লেখক

ফেরদৌস আহমেদ নীরব › বিস্তারিত পোস্টঃ

রম্য রচনা

০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

শিক্ষক: "টেনশন কাকে বলে?"
:
ছাত্র: মনে করেন আপনি রাস্তায় বের
হলেন গাড়ি নিয়ে।
হটাৎ,
সুন্দরী একটি মেয়ে লিফট চাইল? আপনি
দিলেন লিফট!
:
হটাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে, আপনি
তাকে নিয়ে গেলেন হাসপাতালে
.
কিছুক্ষণ পর ডাক্তার এসে বললোঃ
মোবারক আপনি বাবা হতে চলেছেন!!
তখন শুরু হল টেনশন!
:
আপনি টাশকি খেয়ে বললেন,
:
আমি উনার স্বামী নই। কিন্তু মেয়েটি
জোর দিয়ে বলতে লাগলো আপনি তার
স্বামী।
:
টেনশন বাড়তে লাগলো!
:
পুলিশ আসল এবং আপনার মেডিকেল
চেক-আপ ডি এন এ টেস্ট হলো!
:
জানা গেলো যে, আপনি কোনদিন
বাবা হতে পারবেন না।
:
লও ঠ্যালা!
:
টেনশন গেল বেড়ে!
:
হাত পা ছেড়ে হাসপাতালের
বাইরে এসে চিন্তা করতে লাগলেন,
:
ঘরে দুই বাচ্চা তাহলে এই গুলো কার?
:
এটা হল আসল টেনশন স্যার!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: অসাধারণ একটা রম্যরচনা ।বেশ মজা পেলুম।
তখন যদি আপনি শুনতেন এই কথাটা তাহলে আপনার অনুভূতি কি হত????

২| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

কাবিল বলেছেন: ভাল লাগলো।
আমার জোকস পোস্টে এই রম্যটা ছিল সম্ভবত ৮৬ নং

জোকস কালেকশন ১০০ ( চামে চামে ১৮+) ঠোঁটের কোনায় এক চিলতে হাসি হলেই চলবে। :)

৩| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: আগে পড়েছিলাম....

৪| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

হাফিজ বিন শামসী বলেছেন: পেটের চামড়া ব্যাথা হয়ে গেছে ভাই।

৫| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: আজকের অনেক টেনশন আপনার কৌতুকে ভেসে গেল ।

৬| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: মজা আর মজা =p~

৭| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ভাই মিয়াজী আমিতো বিয়ে করিনি...। তবে টেনশন তো থেকেই গেল

৮| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ফেরদৌস আহমেদ নীরব বলেছেন: ধন্যবাদ সবাইকে

৯| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২

বাংলার জামিনদার বলেছেন: ওরে কেউ আমারে ধর। পইরা যামু তো।

১০| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:১০

কালনী নদী বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.