নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

ফেরিওয়ালা

েফিরওয়ালা

Every body wants happiness Nobody wants pain. But you can't have a rainbow without a little rain.

েফিরওয়ালা › বিস্তারিত পোস্টঃ

চুল গজানোর চিকিৎসা

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

টাক আজকাল কমন একটি বিষয়। বংশগত কিংবা অনান্য কারনে প্রায় পুরুষদের মাথায় টাক পড়তে দেখা যায়। আর একবার টাক হলে চিন্তার অন্ত থাকেনা। বিশেষ করে বিয়ের সময় নাকি মেয়েরা টাক মাথার পুরুষকে পচন্দ করেনা। আর যাই হোক ভাই বিয়ে বলে কথা তাই পুরুষরা এটা নিয়ে সত্যিই খুব মাথা ঘামায়। অপর চিন্তার কারনটি হচ্ছে চেহারার সৌন্দয্য নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ বয়স বেশী দেখায় টাক পড়লে। হ্যাঁ এটি একদম সত্যি। টাক পড়ার পর একজন ২৫ বছরের ছেলেকে যদি আপনি দেখেন তবে তার বয়স নেহায়েত ৩০ এর নিচে বলে মনে হবেনা। এর বাস্তব প্রমান হচ্ছি আমি। যেখানেই যাই সবার এক প্রশ্ন ভাই বিয়ে করে ফেলছেন নাকি। বলি বিয়ে না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আর এই প্রশ্নটা এড়ানোর লক্ষ্যে অবশেষে বাধ্য হয়ে সিলেটের নামকরা একজন ডাক্তারের কাছে গেলাম। বলে রাখা ভাল এই ডাক্তারের চিকিৎসায় অনেকের টাক ভাল হয়েছে জেনে তার কাছে যাওয়া। ডাক্তার আমার চুল দেখে একটি মাল্টিভিটামিন ট্যাব, একটি শ্যাম্পু এবং দুইটি খাবার ট্যাবলেট দিলেন। এর মধ্যে একটি ট্যাবলেটের নাম ছিল Pronor 5mg জেনেটিক নাম হচ্ছে Finasteride যা তিনি চলবে বলে লিখে দিয়েছেন। আমি আবার সহজে ওষুধ গিলার পক্ষপাতি নই তাই ওষুধ খাবার আগে প্রেসক্রিপশন যাচাই করে ওষুধ খাই। বরাবরে মতো এটি যাচাই করতে ফেসবুকে টেলিমেডিসিন বিডি (View this link )গ্রুপে পোষ্ট দিলাম। পোষ্ট এর জবাবে যা পেলাম তা বিষ্ময়কর -



Feriowala Sylhet প্রেসক্রিপশন -১ চুল পড়া এবং খুশকির জন্য Pronor 5mg ¼ রাতে ১ বার Lecetrin 5mg সকালে ১ বার Placent – M 1Uv ১টা করে ৩ বার Nizoder 2% সপ্তাহে ২ দিন প্রেসক্রিপশন -২ পায়ের আঙ্গুলে ব্যাথার জন্য Reservix – 100mg রাতে ১ বার একসাথে কি উভয় প্রেসক্রিপশনের ওষুধ খাওয়া যাবে?



Mushfique Imtiaz Chowdhury RESERVIX ব্যথার ঔষধ, গ্যাসের ঔষধ ছাড়া খেলে কিভাবে চলবে ? আলসার হবে তো। Pronor 5mg এর উল্লেখযোগ্য সাইড এফেক্ট রয়েছে - Side effects of finasteride include impotence (1.1% to 18.5%), abnormal ejaculation (7.2%), decreased ejaculatory volume (0.9% to 2.8%), abnormal sexual function (2.5%), gynecomastia (2.2%), erectile dysfunction (1.3%), ejaculation disorder (1.2%) and testicular pain. অর্থাৎ, যৌনঅক্ষমতা, যৌনদুর্বলতা, বীর্যহ্রাস, অন্যান্য যৌনসমস্যা, প্রস্ট্রেট ক্যান্সার, মেয়েলি স্তন, ছেলেদের ব্রেস্ট ক্যান্সার, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, অণ্ডকোষে ব্যথা ইত্যাদি। সেজন্য এই ঔষধ মধ্যবয়সের আগে ব্যবহার করা উচিত নয়। বিস্তারিতঃ Click This Link Placent – M টা বুঝলাম না, সঠিক করে লিখুন। আপনার উত্তর পাওয়ার পরে ঔষধ দেওয়া হবে।



Adverse effects - Finasteride - Wikipedia, the free encyclopedia



en.wikipedia.org



Side effects of finasteride include impotence (1.1% to 18.5%), abnormal ejaculation (7.2%), decreased ejaculatory volume (0.9% to 2.8%), abnormal sexual function (2.5%), gynecomastia (2.2%), erectile dysfunction (1.3%), ejaculation disorder (1.2%) and testicular pain. According to the product packag...



Feriowala Sylhet এটা আমি কি পড়লাম ! গেলাম মাথার চুল গজানো জন্য এখন দেখি চুল নয় মাথার উপর একটা আস্ত আজরাইল গজাচ্ছে! ভাই আমার চুলের দরকার নাই। যা আছে তাতেই চলবে। দরকার হলে সব চুল পড়ে যাক তবুও আরেকটা রোগ শরীরের মধ্যে ঢুকাতে চাইনা। PLACENT - M ওটা হচ্ছে মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট। আর আমি নিয়মিত লুসেকটিল খাচ্ছি বিধায় এটার নাম উল্লেখ করিনি। অনেক ধন্যবাদ মুশফিক ভাইয়া।



আর হ্যাঁ যিনি এই ওষুধগুলো দিলেন তার নামটা বলা দরকার- ডা: সৈয়দ মামুন মুহাম্মদ চর্ম ও যৌন ব্যাধি বিভাগীয় প্রধান ও এসোসিয়েট প্রফেসর সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।



Feriowala Sylhet মুশফিক ভাইয়া, আমি Pronor 5mgএর একটা ট্যাবলেট ৪ভাগ করে মাত্র ১ভাগ খেয়েছি। এতে কি কোন সমস্যা হবে?সত্যিই এখন খুব ভয় হচ্ছে। ভাগ্য ভাল যে টেলিমেডিসিন বিডি নামক এই গ্রুপের মেম্বার হিসাবে আমি এটা জানতে পেরেছি। শুনেছি এই ডাক্তারের দীর্ঘ মেয়াদি ওষুধে অনেকের চুল গজিয়েছে। জানি না তারা এই ওষুধটা খেয়েছে কিনা। আমাকে তিনি ওষুধটা চলবে বলে লিখে দিয়েছিলেন। দেখুন ভাই এই হচ্ছে আমাদের সরকারী ডাক্তার ! প্রাইভেট এ দেখানোর পর যদি তিনি এই রকম ওষুধ দেন তবে সরকারী অবস্থা ভাবতেই ভয় হচ্ছে!



সবার উদ্দেশ্য এই কারনে লেখাটি শেয়ার করলাম যে যারা এই সমস্যায় ভুগছেন তারা দয়া এই Finasteride গ্রুপের কোন ওষুধ খাবেননা। যদি বংশগত টাক হয় তবে তা কখনোই ভাল হবেনা। সবাই ভাল থাকবেন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

নির্বোধ মাসুম বিল্লাহ বলেছেন: upokari post. thanks. jodio ai jatio kono vuler fade ami pori nai kokhono.

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

ভিটামিন সি বলেছেন: আমি মাঝে মাঝে বিধাতাকে বলি 'হে বিধাতা, আমার মাথায় আর ২০/২৫ হাজার চুল রেখে দিলে তোমার কি এমন ক্ষতি হতো? আমার তো চুল কাটানোর, শ্যাম্পু করার টাকা আছে। যার নাই তার চুল তুলে নিতা।' বিধাতা কোন উত্তর দেয় না। মনে হয় তিনি চুলের ব্যাপারে উদাসীন। আরো বলি গোডাউনে এতো চুল না রেখে শোকেজে রাখলে তো আর আমাকে সমস্যায় পড়তে হতো না।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

েফিরওয়ালা বলেছেন: হা হা হা। :D

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

আবিরে রাঙ্গানো বলেছেন: টাকের চিকিৎসা করাতে গেলে ছেলেদের ঐটা আর থাকে না। এমন অনেক প্রমান আছে। অনেক ডক্টর ইফেক্ট না বুঝে আবার অনেকে টাকা ইনকামের জন্য মেডিসিন দেয়। কিন্তু আসলেই ছেলেদের যৌন ক্ষমতা কমে যায় টাকের জন্য কোন ঔসধ খেলে। সুতরাং টাক হলে আর কি করা, ঐটা হারাতে চাই না আমার টাকই ভাল।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

বিভ্রান্ত মানুষ বলেছেন: :-B েফিরওয়ালা
আপনি মানসিক ডাক্তার দাকান

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

অন্য কথা বলেছেন: Pronor 5mg :-P :-P :-P.

Pronor is used on its own or together with other medicines to treat symptoms of an enlarged prostate gland in men.

(http://www.igenericdrugs.com/?s=Pronor)

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: FDA অনুমোদিত চুল পরার দুইটা ঔষধ এর এইটা একটা মনে হয়। এইটা মনে হয় Anti-dehydrotestosteron. তাই পুরুষত্বে প্রবলেম হয়। খাওয়া বন্ধ করে দিলে কয়েক মাসে ঠিক হয়ে যাবার কথা। ডাক্তারকে দোষ দিয়ে লাভ নাই। সে অনুমোদিত ঔষধ দিয়েছে। পুরুষত্ব ঠিক রাখতে চাইলে Minoxidil 5% ব্যবহার করে দেখতে পারেন। সাময়িক কাজ হতে পারে।

৮| ২৬ শে মে, ২০১৪ রাত ১:০৯

সাইফুল্লাহ িজপসী বলেছেন: চুল গজানোর জন্য হ্যাভেন হারবাল হেয়ার ট্রিটমেন্ট ব্যাবহার করতে পারেন। এইটা ব্যাবহারের দ্বারা আমার দুলাভাইর মাথার চুল গজাইছে। আশা করি, আপনার রেজাল্ট পাবেন।

http://www.facebook.com/heavenherbal

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.