![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনও দিন গেছে
একদিনেই বুনেছি হাজারো কবিতা
আজ কবিতারা শুধু উদাস কাহিনী
অবসর ইতিহাস হয়ে গেছে সবই তা।
বলপয়েন্টরা আর লিখে না এখন
গোধূলী বাতাসে তো ভেঙ্গেছে জুড়ি
দখল নিয়েছে শ্বাপদ হাতুড়ী।
‘অপারগতা’
০৩ মার্চ ২০১৪, বায়তুল আমান আ/এ,চট্টগ্রাম
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫২
মন মোর মেঘের সঙ্গী বলেছেন: অনেক দিন পর ব্লগে এলাম। কেমন আছেন??
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
বৃষ্টিধারা বলেছেন: আমি ও অনেক দিন পর......
আমি ভালো ।
আপনি ?
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:০৪
মন মোর মেঘের সঙ্গী বলেছেন: ভালো আছি। দিনগুলো আর আগের মত যে নাই সেটা তো নিশ্চয়ই কবিতা পড়ে বুঝেছেন......
৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:২৩
বৃষ্টিধারা বলেছেন: হুম, কবে কার দিন বলেন একই রকম থেকেছে !!!
আমার দিন ও কি আর আগের মত আছে ?
৪| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
বৃষ্টিধারা বলেছেন: হুমমমমমমম