| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় মাস্টারের একমাত্র মেয়ে প্রমিলা। যেমন সুন্দরী তেমন ভালো ছাত্রী। তার চুলগুলো মেঘে ঢাকা। তার হাসিতে ফুলেরা হাসে। গ্রামের সবাই তাকে দেবী বলে ডাকে। দু’দশ গ্রামের ভেতর তার মতো লক্ষ্মী মেয়ে পাওয়া কঠিন।
অর্ণব অল্প বয়সেই গানবাজনা, মদ, নারী নিয়ে মেতে থাকে। অর্ণবের বাবা ভাবলেন ছেলেকে বিয়ে করালে হয়তো ভালো হবে। খুঁজতে খুঁজতে প্রমিলাকে পছন্দ হলো। যেকোনো কিছুর বিনিময়ে প্রমিলাকে ছেলের বৌ করবে। এত আগ্রহ দেখে প্রমিলার মা বিয়ে দিল। স্বামী সংসার নিয়ে প্রমিলা সুখী হতে চেয়েছিল। কিন্তু বিধাতা যে তার কপালের এক কোণে কষ্ট লিখে রেখেছিল প্রমিলা তা জানত না। প্রমিলা রোজ ভাত নিয়ে বসে থাকত তার স্বামী কখন ফিরবে। ুধায় তার পেট পুরে যায়, তবু খায় না। মা বলেছে স্বামীর আগে খেতে নেই। স্বামী মদ খেয়ে মাতাল হয়ে মধ্য রাতে ফিরতেন। প্রমিলা স্বামীর কাছে এসে বলত, শরীর খারাপ? ভাত খাইয়ে দেই? অর্নব গর্জন করে বলত বাইরে থেকে খেয়ে এসেছি। প্রমিলা কোনো দিন চোখের জলে ভাত খেতো, কোনোদিন কষ্টে না খেয়ে ঘুমিয়ে যেত। কোনোদিন স্বামীর আদেশ পালন করতে সারা রাত বাতাস করত।
গ্রামের সবাই বলত, তোমার স্বামী নষ্ট হয়ে যাচ্ছে, অন্য স্ত্রীর কাছে যায়, তুমি শাসন করো। প্রমিলা স্বামীকে প্রথম বুঝিয়েছে। কোনো লাভ হয়নি। চরিত্র কি আর সহজে বদলায়? তত দিনে প্রমিলার ঘরে ছয় মাসের এক কন্যার জন্ম হয়েছে। রাতে অর্নবকে বাইরে যেতে বাধা দিতেই প্রমিলার গায়ে হাত তুলত। বলত লোকে মিথ্যে বলে। যে দিন নিজের চোখে দেখবি সেদিন বিশ্বাস করবি। প্রমিলাও অপেক্ষায় আছে। একদিন প্রমিলা বাবার বাড়ি এলো। এই সুযোগে অর্নব প্রমিলার স্বর্ণ বিক্রি করে পুরনো প্রেমিকাকে টাকা দিয়ে দিলো। প্রমিলা ফিরে এসে সব জানতে পেরে ঝগড়া করল। এক দিন মধ্যরাতে অর্নব আর তার প্রেমিকাকে একত্রে পেল। বাগ্যুদ্ধ করতে করতে একসময় অর্ণব প্রমিলাকে মারতে মারতে নাকমুখ দিয়ে রক্ত বের করে ফেললো। চুল ধরে ঘর থেকে বের করে উঠানের কোণে ফেলে দিলো।
প্রচণ্ড শীতের রাত। অজ্ঞান হয়ে সারারাত বাইরে পড়ে রইল প্রমিলা। ওই রাতেই অর্ণব পুরনো প্রেমিকাকে বিয়ে করে বাসর সাজাল। সকালে উঠে পাশের বাড়ির ননদটি হাজার ডাকার পরেও যখন শুনল না, তখন লোক জড় হতে থাকল। একসময় বুঝল প্রমিলা আর বেঁচে নেই। তখন অর্ণব প্রমিলার মুখে বিষ দিয়ে জানাল সে বিষ খেয়ে মারা গেছে। এটাই কি স্বামী-স্ত্রীর সম্পর্ক?
©somewhere in net ltd.