নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানকাটা রমজান

কানকাটা রমজান › বিস্তারিত পোস্টঃ

বিলবোর্ড বনাম দিলবোর্ড

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮



ঢাকা শহরের বিলবোর্ডগুলো রাতারাতি আওয়ামী লীগের দখলে। পো-ধরা মিডিয়াবাজরা আবার ইউরোপ-আমেরিকার উদাহরণ টেনে এটাকে হালাল করার কুচেষ্টা করছেন। যু্ক্তি হল, জনগন নাকি জেলিফিস হয়ে গেছে, তাই এদেরকে মনে করিয়ে দেবার জন্য এই সেলফিস উদ্যোগ। উন্নয়ন দেখে দেখে জেলিফিসেরা যদি আবার হোমো-স্যাপিয়েন্স হয়ে ওঠে তাহলেই এটি হবে এই সরকারের আরেকটি বিলবোর্ডখচিত সাফল্য। বিরোধী মিডিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে, বগলের বিটিভিসহ সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নিজেদের করে, সরকারী টাকায় জেলায় জেলায় গলাবাজি করেও কুলানো যাচ্ছে না। কোন নোটিশ ছাড়াই সন্ত্রাসী স্টাইলে কোটি কোটি টাকার বিলবোর্ড দখলে নিতে হয়েছে! [এতেই অনুমান করা যায়, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এমনই মাস্তানী করা হবে। নির্বাচন মানি কিন্তু জয়টা আমাদের! ] নিশ্চিত করে বলা যায় এতেও শেষরক্ষা হবে না! সরার বিলবোর্ডের শক্তি দেখালেও আমজনতার দিলবোর্ডে লেখা আছে, আপনারা-



* ৫৭ জন সুদক্ষ আর্মি অফিসারকে হত্যা করিয়েছেন, আবার সেই অজুহাতে বিডিআরকে খোজা করে গার্ড বানিয়েছেন,



* পদ্মা সেতুর বারোটা বাজিয়ে চোরকে দেশপ্রেমিক বানিয়েছেন,



* পাবলিককে ১০ টাকার প্রতিশ্রূতি দিয়ে ৫০ টাকার চাল খাইয়েছেন,



* ইলিয়াস আলী, সাগর-রুনীসহ আরো কত মানুষকে গুম



করে দিয়েছেন,



* শেয়ার বাজারে ২ লাখ কোটি টাকা লুটে খেয়েছেন,



* পুলিশ আর রাব লীগ দিয়ে অসংখ্য খুন করিয়েছেন ,



* রানা প্লাজার জন্য দৃশ্যত ১৫০ কোটি এবং অদৃশ্য অনেক টাকা গায়েব করে দিয়েছেন,



* চেতনার ব্যবসা করে দেশটাকে বিভাজিত করেছেন,



বাকি যে সময়টুকু আছে আপনি, আপনার বোন, আপনার ছেলে-মেয়ে, ভাগিনা সবাই আখেরী-বানিজ্য করে নেন কে জানে জেলিফিসের গ্রন্থিতে কত বিষ জমেছে?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

মদন বলেছেন: +

২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: হাস্যকর কর্মকাণ্ড সরকারের ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

রাহুল বলেছেন: ৫+৫=১০ বছর বিএনপি দেশকে সুনা দিয়া মুরাই রাখছিলো? আপনার লেখা সব কুকীর্তি মানলাম কিন্তু বিএনপি আমলে কিচ্ছু হ্য় নাই? আসাকরি আপনে এতো বেহায়া না। শুনেন রসুনের গোয়া সব এক জায়গায়। এসব বলে কার জ্য়গান করেন তা সহজেই বুজা যায়।

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

রেওয়ান বলেছেন:

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

জহির উদদীন বলেছেন: হাম্বালীগের একটা হাম্বা, হাম্বা-হাম্বা-হাম্বা শুরু কইরা দিছে.....

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

তোমোদাচি বলেছেন: কে জানে জেলিফিসের গ্রন্থিতে কত বিষ জমেছে B:-)

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

মেহেদীডেভিড বলেছেন: রাহুল বলেছেন: ৫+৫=১০ বছর বিএনপি দেশকে সুনা দিয়া মুরাই রাখছিলো? আপনার লেখা সব কুকীর্তি মানলাম কিন্তু বিএনপি আমলে কিচ্ছু হ্য় নাই? আসাকরি আপনে এতো বেহায়া না। শুনেন রসুনের গোয়া সব এক জায়গায়। এসব বলে কার জ্য়গান করেন তা সহজেই বুজা যায়।
রহুল ভাই আপনার সাথে এবমত।
কিন্তু কানকাটা ভাই আপনার নামই হল কানকাটা আপনাকে্ আর কি বলিব !
৭০০০ মেঘাওয়াট বিদ্যুৎ
শিক্ষাখাত
আইটি খাত

.
.
.
এ গুলি আপনার চোখে পড়ে না কেন ?
আপনার চোখে ভাল কিছুই নাই আর না জানি কি আপনী কেমন ?

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

গেস্টাপো বলেছেন: পোস্ট এ পিলাচ।আইটিকে আমরা এতই উন্নত হইছি যে বন্ধু দ্যাশ ভারতেও হামরা তা রপ্তানি করতেচি B-)) B-))

জয় বাংলা
জয় হিন্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.