![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে রিপোর্টটা জামাতি পেপার নয়া দিগন্ত দিয়েছে, তার সঙ্গে ওআইসি সেক্রেটারির বক্তব্যের কোন মিল নাই। সবার জানার জন্য লিঙ্কটা দিয়ে দিলামঃ-
The Secretary General of the Organization of Islamic Cooperation (OIC), Prof. Ekmeleddin Ihsanoglu, has been following with concern the serious situation in Bangladesh which claimed dozens of lives and caused the destruction of public and private properties.
In trying to bring about satisfactory solutions to the country’s political and social issues, the Secretary General invited all parties to refrain from all acts of violence which go against the interests of the country, and called for the proper respect of the rule of law by all.
Click This Link
OIC Secretary General calls for restraint in Bangladesh
Date: 04/03/2013 - View in: Arabic | French - Print
--------------------
বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করুন : ওআইসি মহাসচিব
মধ্যপ্রাচ্য প্রতিনিধি
তারিখ: ৮ মার্চ, ২০১৩
ইকমেলুদ্দিন ইহসানোগলু
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে শান্তিপূর্ণ বিােভকারীদের ওপর যেভাবে গুলি ও সহিংসতা চালনো হচ্ছে তা বন্ধ করে অচিরেই বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানান অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ড. একমেলুদ্দীন এহসানুগ্লু। গতকাল ওআইসি মহাসচিব এক বিবৃতিতে এ দাবি জানান।
http://www.dailynayadiganta.com/new/?p=134100
২| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৪
কলাবাগান১ বলেছেন: গুগুলের যুগে বসে নয়াদিগন্তের ১৯৯০ এর রাজনীতি এখন আর চলবে না....সবারই চোখ-কান খোলা বিশেষত নতুন প্রজন্মের
৩| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৬
যোগী বলেছেন: এটা যে কোন ছাগলেও বোঝে যে কোন অর্গানাইজেশন সরাসরি একটা দেশের ট্রাইবুনাল কে বাতিলের আবেদন জানাতে পারে না।
আগে জামাতিদের সাইজ করার পর, এইসব মিডিয়া সুদ্ধিতার অভিযান চালাতে হবে। এরা সংবাদের স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই করে যাচ্ছে।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৩
পৈতাল বলেছেন: জামাত সিবির গঠন হইছেই ধোকা দেয়ার জন্য মুনাফেকি করার লেইগা।দেখেন এদের ভাওতা ভাঝির নমুনা।
View this link
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
মেহেদী_বিএনসিসি বলেছেন: এই ইন্টারনেটের যুগেও এমুন চুরি শুধুমাত্র ওই বলদাগো পক্ষেই সম্ভব.........
।
ওআইসিরে এই চুরামীর রিপোর্ট কইরা মেইল দিছি.......দেখি কি কয় ওরা.....।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮
ডাক্তার সাব বলেছেন: কলাবাগান১ বলেছেন: গুগুলের যুগে বসে নয়াদিগন্তের ১৯৯০ এর রাজনীতি এখন আর চলবে না....সবারই চোখ-কান খোলা বিশেষত নতুন প্রজন্মের
৭| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্মউম্মাদদের কাছে হাজার ব্যাখ্যা তুলে ধরলেও লাভ নেই ।
অতচ সমগ্র বিবৃতিতে "ট্রাইবুনাল" বা "বাতিল" শব্দটিই নেই, কিন্তু নয়াদিগন্ত লিখলো
৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫১
পিচ্চি পোলা বলেছেন: ছাগুদিগন্ত প্রায়শই "মধ্যপ্রাচ্য ছাগুনিধি" নাম দিয়ে এজাতীয় গাজাখুরি রিপোর্ট ছাপে। ব্যাপার না। এভাবে সাঈদী ছাগুরে রক্ষা করা যাবে না
৯| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
দায়িত্ববান নাগরিক বলেছেন: রাজাকারদের বাচাতে নির্লজ্জ মিথ্যাচার করে এসব পাকিস্তানী পত্রিকা দেখি আর কতদিন টিকে থাকে ।
১০| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩
কাজী মামুনহোসেন বলেছেন: পিচ্চি পোলা বলেছেন: ছাগুদিগন্ত প্রায়শই "মধ্যপ্রাচ্য ছাগুনিধি" নাম দিয়ে এজাতীয় গাজাখুরি রিপোর্ট ছাপে। ব্যাপার না। এভাবে সাঈদী ছাগুরে রক্ষা করা যাবে না /
১১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
পিচ্চি পোলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৭
াহো বলেছেন: Click This Link