নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বইপোকা

ফ্লেভার অব বুক

বই পোকা

ফ্লেভার অব বুক › বিস্তারিত পোস্টঃ

দুদকের এত লোভ কেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৪



একটা নিউজ দেখলাম: অনুসন্ধানের সময়ই দুর্নীতিবাজদের সম্পদ জব্দের সিদ্ধান্ত দুদকের। নিউজের লিঙ্ক: news

মানুষের এত কষ্টের মাথার ঘাম পায়ে ফেলা টাকার প্রতি দুর্নীতি দমন কমিশনের চোখ পড়েছে। তাদের জিহ্বা লক লক করছে টাকার গন্ধে। তারা কী জানেনা যে, এই টাকা গাছে ধরেনা? এই টাকা মানুষ কষ্ট করে আর্ন করে? এর আগেও অর্থমন্ত্রী আবুল মাল মুহিত সাহেব বলেছিলেন, বাংলাদেশে যার এক লাখ টাকা আছে সেই বড়লোক। কষ্ট করে মানুষ দুইটা টাকা ইনকাম করবে, আর আপনারা ক্ষমতার জোরে মানুষের এত কষ্টার্জিত অর্থের উপরে কালো থাবা বসাবেন?

দুদক মানুষের সম্পদ বাজেয়াপ্ত করবে। কোন যুক্তিতে করবে? একজন মানুষের কষ্টার্জিত টাকা কেড়ে নিবে? মামাবাড়ির আবদার নাকি? টাকার অভাবে একজন অসহায় মানুষকে মানবেতর জীবনযাপন করাতে তারা বাধ্য করবে? আর নিজেরা আরাম আয়েশে এসির মধ্যে বাতাস খাবে? পৃথিবীর কোথাও দোষী সাব্যাস্ত হবার আগে কোন মানুষকে শাস্তি দেওয়ার বিধান নেই। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দুদক নিজেই যদি আইনের লঙ্ঘনকারী হয়, তাহলে মানুষ কার কাছে যাবে?

দুদক বলছে যে, মামলা হলে সম্পদ সাথে সাথে বাজেয়াপ্ত হবে। কারণ হিসেবে মাথামোটা দুদক বলেছে যে, মামলা হলে একজন মানুষ তার সম্পত্তি, টাকা পয়সা বিভিন্ন খাতে ঘুস হিসেবে ব্যবহার করে পুলিশ কিনে, উকিল কিনে, টাকা দিয়ে মামলার রায় বদলায় ফেলে। তাহলে দুদক কী চায় দুদকের পেছনেই সব টাকা ঢালা হোক? দুদক কী তাহলে নিজেই সবার পেটে লাথি মেরে নিজেই টাকাখোর হতে চায় এখন? তাহলে কী দুদক পুলিশ, উকিল এমন সব পেশাজীবিদের পেটে লাথি মারতে চাচ্ছে? মেরে সকল ঘুষের টাকা একাই খেতে চাচ্ছে? এতো দেখি বাঘের ঘরে ঘোঘের বাসা!

এরকম একটা ন্যাক্কারজনক আইনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সময় থাকতে সকলেই আওয়াজ তুলুন। নিজের সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবার আগেই কলম ধরুন।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:১৯

নাগা০০ বলেছেন: টাকার বদলে নাগা মোরিচ দে শালা গো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৪

ফ্লেভার অব বুক বলেছেন: দুদক লোভী হয়ে উঠেছে। এটা দেশ এবং জাতির জন্যে অশনী সংকেত।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৮

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টা তো আপনি আরেকবার দিয়েছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪

ফ্লেভার অব বুক বলেছেন: সত্যি কথা একবার নয়, দুইবার নয়, বার বার বলতে হয়। এই বিষয়ে প্রয়োজনে আরও লেখা হবে। কিন্তু দুদকের লোভাতুর দৃষ্টির ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। আপনাকে ধন্যবাদ যে আপনি এই জনগুরুত্বপূূর্ণ পোস্টটি বার বার মনোযোগ দিয়ে পড়ছেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্, আজকের পোস্টটা লাইনমত আছে।

## দোষী সাব্যাস্ত হবার আগে কোন মানুষকে শাস্তি দেওয়ার বিধান নেই। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দুদক নিজেই যদি আইনের লঙ্ঘনকারী হয়, তাহলে মানুষ কার কাছে যাবে?
.. কার কাছে???:D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

ফ্লেভার অব বুক বলেছেন: আপনাকে ধন্যবাদ যে, সত্যি কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আশাকরি এই বিষয়ে আপনিও কলম ধরবেন। দুদকের লোভকে সবাই মিলে দমন করতে হবে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দুঃখ জনক

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

ফ্লেভার অব বুক বলেছেন: '৭১ এর পর অনেক দু:খ পেয়েছি। আর পেতে চাইনা।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেখুন, বাস্তবতা বুঝতে হবে। অনিয়ম, দুর্নীতি অামাদের রন্ধ্রে রন্ধ্রে। তবে প্রশাসনের সদিচ্ছা থাকলে একদিন এসব দুর হবেই।

আমার এখন একটাই:P প্রশ্ন, অনিয়ম করে ক্ষমতায় গিয়ে অনিয়মকে রুখবো কীভাবে???;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬

ফ্লেভার অব বুক বলেছেন: মনে হয় দুদকে দুর্ভিক্ষ আছে। এজন্যে তারা নতুন নিয়ম করে মানুষের সম্পদ লুট করতে চায়। ব্রিটিশদের রক্ত এখনও তাদের শরীরে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুদক যদি অন্যায় করে তার জন্য তো আবার বিচার বিভাগ আছে। তবে আমাদের প্রতিটি সেক্টরে এত দুর্নীতি যে কেউ ভাল কিছু করলেও মনে হয় দুই নম্বরী করছে...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

ফ্লেভার অব বুক বলেছেন: মানুষের টাকা লুট করার এইসব ধান্ধা দুদকের বন্ধ করতে হবে। সরকারের ভালো কাজগুলোতে দুদক দাগ ফেলার ট্রাই করছে। সেটা করতে দেয়া হবেনা।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

অনল চৌধুরী বলেছেন: এটা দুর্নীতিরোধে অত্যন্ত ভালো সিদ্ধান্ত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ফ্লেভার অব বুক বলেছেন: কোন আসমানী কিতাবে লেখা আছে যে, অপরাধ প্রমাণিত হবার আগেই অপরাধীকে শাস্তি দিতে হবে? অপরাধ প্রমাণের আগে দুদক সম্পদ বাজেয়াপ্ত করার কে? দুদকের বাপের টাকা নাকি?

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৫

অনল চৌধুরী বলেছেন: দুর্নীতিবাজদের পক্ষে এতো ওকালতি কনো?
পরিচিত সবাই কি দুর্নীতিবাজ নাকি?

হাজার হাজার কোটি টাকা লুটপাট-পাচার দূরের কথা ,এদেশের কয়টা লোক চুরি-ছিচকামি ছাড়া নিজের অায়ের টাকায় একটা কিনতে পারে?
এদের জন্য কি ১৭ কোটি মানুষ গরিব থাকবে????
সম্পদ বাজেয়াপ্ত করতেই হবে।
দুদুক এটা স্বাধীন সংস্থা।
আদালত প্রয়োজন মনে করলে এই অাইন বাতিল করবে।
আপনার এতো জ্বালা কেনা?
অামি তো সব দুর্নীতিবাজদের ধর্ষকদের মতো বিচার ছাড়াই ক্রসফায়ার করতে বলেছি।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৬

অনল চৌধুরী বলেছেন: দুর্নীতিবাজদের পক্ষে এতো ওকালতি কনো?
পরিচিত সবাই কি দুর্নীতিবাজ নাকি?

হাজার হাজার কোটি টাকা লুটপাট-পাচার দূরের কথা ,এদেশের কয়টা লোক চুরি-ছিচকামি ছাড়া নিজের অায়ের টাকায় একটা ফ্ল্যাটও কিনতে পারে?
এদের জন্য কি ১৭ কোটি মানুষ গরিব থাকবে????
সম্পদ বাজেয়াপ্ত করতেই হবে।
দুদুক এটা স্বাধীন সংস্থা।
আদালত প্রয়োজন মনে করলে এই অাইন বাতিল করবে।
আপনার এতো জ্বালা কেনা?
অামি তো সব দুর্নীতিবাজদের ধর্ষকদের মতো বিচার ছাড়াই ক্রসফায়ার করতে বলেছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৩

ফ্লেভার অব বুক বলেছেন: আইন নিজের হাতে তুলে নেয়াটা অন্যায়। প্রথমে আসামী'র বিচার হতে হবে। এরপর দোষী প্রমাণিত হলে ফাঁসি দেন, আর সম্পদ বাজেয়াপ্ত করেন, সব হালাল। কিন্তু বিচারকার্য সম্পন্ন হবার আগে সম্পদ বাজেয়াপ্ত করে মানুষকে হয়রানি করা কোন আসমানী কিতাবে লেখা আছে? - এই কথাগুলো আপনার ছোট মাথায় ঢুকবেনা। অপাত্রে জ্ঞান দান করলাম।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২০

অনল চৌধুরী বলেছেন: মূর্খের সাথে কথা বলা মানে নিজেকেও ওই স্তরে নামিয়ে ফেলা।
অামি কে সেটা অাগে গুগুল খুজে জানেন।
অাইনে কতটুকু জানেন?
আমি অাইনেও ডিগ্রীধারী এবং গত ২০ বছর ধরে মামলা পরচিালনা করছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫১

ফ্লেভার অব বুক বলেছেন: আমরা মুর্খ, আপনি বিদ্বান। আমি বোকা, আপনি দেন জ্ঞান। বড় উকিলের সাথে কথা বলছি, গোস্তাখী মাফ জাঁহাপনা। ২০ বছর ধরে মামলা পরিচালনা করছেন। বিশাল ব্যাপার। এবার তাহলে আমার নামে একটা মামলা দিয়ে আপনার বড়ত্ব জাহির করেন হুজুর। দেখি আপনি কত বড় মাপের আইনের ডিগ্রীধারী উকিল। এই অধমের অনুরোধ আশাকরি ফেলবেননা।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৩

অনল চৌধুরী বলেছেন: ৩ মাস দশদিনের বৈরাগী ভাতকে বলে অন্ন!!!!!!
অাগে অন্তত দশমাস ১০ দিন হোক,তারপর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫২

ফ্লেভার অব বুক বলেছেন: তারপর কী হবে হুজুর? বিনা বিচারে দুদক কেন সম্পদ ক্রোক করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.