নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বইপোকা

ফ্লেভার অব বুক

বই পোকা

ফ্লেভার অব বুক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুককে সরকার জুতা মারলো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬



বাংলাদেশের মোবাইল কোম্পানী রবি নতুন এক ধান্ধা শুরু করতে চেয়েছে। তারা ফেসবুকের সাথে ঐক্য জোট করেছে। সারা দেশে ওয়াইফাই ও হটস্পট নেটওয়ার্ক তৈরি করতে চায়। গ্রামে গঞ্জে অলিতে গলিতে তারা ওয়াইফাই দিয়ে দিবে। পুরা দেশ ইন্টারনেটের চাদর দিয়ে ঢেকে দিবে। মানুষ যেন সারাদিন ফেসবুকে ঢুকে অন্যের বেডরুম, রান্নাঘর, টিকটক এইগুলা শুধু দেখতে পারে, সেই ব্যবস্থা তারা করতে চেয়েছে। news

সহজ কথায় রবি কোম্পানীর মোবাইল লাইন দিয়া মানুষ ফ্রী ফেসবুক চালাবে। বাকী যারা ইন্টারনেট বেচে পেট চালায়, তাদের পেটে লাথি পড়বে।

কিন্তু আমাদের প্রিয় সরকার এই প্রস্তাবে সাড়া দেননাই। আমি এই সিদ্ধান্তে অনেক খুশী হয়েছি।

অনেক সুশীল মুশীল এইটার বাজেভাবে সমালোচনা করেছে। তারা বলেছে, রবি-ফেসবুকের এই প্রস্তাব গ্রহণ করলে গ্রামগঞ্জের মানুষজন আরো বেশি করে ইন্টারনেটের ফ্যাসিলিটি পেতো। তারা উদাহরণ টেনেছে এইট পাশ মুর্খ খালেদার।

১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে সেই সময় বিনামূল্যে সাবমেরিন কেবলের সংযোগ খালেদা প্রত্যাখান করেছিল। না নেয়ার যুক্তি দেখিয়েছিল যে, এই সাবমেরিন কেবলে যুক্ত হলে দেশের সকল তথ্য বিদেশে পাচার হয়ে যাবে। news

আরে ফ্রী 'সাবমেরিন কেবল' নেওয়া আর ফেসবুকের দৌরাত্ম্য সৃষ্টি করা কী এক কথা হলো? গেরামের পোলাপাইন আর লোকজন এখনই যা পাকনা, ফ্রি ফেসবুক-মুক পেলে এরা দিওয়ানা হয়ে যাবে। ফেসবুক হলো যত নষ্টের গোড়া। ফেসবুকের ব্যাপারে সরকারকে আরও বেশি টাইট দিতে হবে। কোন ছাড়াছাড়ি নাই।

অনেক জ্ঞান পাপী বুদ্ধিজীবি বলেছে আতিউর রহমান সাহেব পেপালকে বাংলাদেশে আসতে দেননাই। সেটা যে একটা টেকনিক্যাল সমস্যা ছিল এই সহজ কথাটা জ্ঞান পাপীগুলা বুঝে না।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেকোন ভালো উদ্যোগকে আসেন সবাই সাধুবাদ জানাই। রবি-ফেসবুকের কুচক্রান্তকে ধিক্কার জানাই।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫

নাগা০০ বলেছেন: Apnar Moto nirbod , kupkumunduk Manus Kano blog a likhay? Jay positive r negative bujay na. Facebook dia Manus khali chulkani kore na kaz o kore .

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

ফ্লেভার অব বুক বলেছেন: বুঝতে পেরেছি যে, আপনি সারাদিন ফেসবুকিং করেন। এ জন্যেই আপনার গায়ে লেগেছে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: নির্বোধে ভরে গেছে সামু ব্লগ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

ফ্লেভার অব বুক বলেছেন: নির্বোধে ভরে গেছে সামু ব্লগ। - কথাটাকে ঠিক করে লিখুন: ফেসবুকে ভরে গেছে দেশ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

তারেক ফাহিম বলেছেন: পাঠক ও সহব্লগারগণ সমর্থন করছে আপনার এমন কোন পোষ্ট থাকলে দেনতো পড়ে একটু তৃপ্তি পাই।

প্রতিদিনই পোষ্ট দেয়া লাগবে X(( কুখাদ্য পোষ্ট B:-/

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

ফ্লেভার অব বুক বলেছেন: সত্য কথাগুলা না লিখলে আমার পেটেরভাত হজম হয়না।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

রোকনুজ্জামান খান বলেছেন: এখন ফেবুতে সবাই এক্টিব থাকে না ,, যারা নতুন তারাই একটু গুতাগুতি করে ।
এখন ইউটিউব,বল্গ,অনলাইন গেম, এগুলাই ইন্টারনেট প্রেমীদের পছন্দ।
ফেসবুক ফ্রিতে দিলেই যে এম বি ব্যাবসা মরে যাবে তা কিন্তু নয় ।
আপনি এত বোকা কেন??????

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১১

ফ্লেভার অব বুক বলেছেন: আমার খালাতো মামাতো ভাইবোনরা সবাই জামাতে ফেসবুকে প্রেম করে। তারা নতুন না। পুরানো ঘাঘু। যদি ফ্রীতে ফেসবুক পায়, তাহলে তারা আর স্কুলে যাবেনা।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

নাহিদ০৯ বলেছেন: PayPal আনতে কি ধরনের টেক্নিক্যাল প্রবলেম একটু খুলে বলুন তো!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১২

ফ্লেভার অব বুক বলেছেন: আমি ইঞ্জিনিয়ার না। ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমার জ্ঞান কম। আপনি ব্লগের কোন ইঞ্জিনিয়ার ব্যক্তির সাথে যোগাযোগ করুন।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: দেশে বড় বড় সমস্যার শেষ নেই। সেগুলো নিয়ে ভাবুন। তুচ্ছ বিষয় বাদ দেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৩

ফ্লেভার অব বুক বলেছেন: বিন্দু বিন্দু ঘটনা মিলেই সিন্ধু হয়। সব কিছু নিয়েই ভাবতে হচ্ছে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

টারজান০০০০৭ বলেছেন:
আপনার রিভার্স গেমগুলো বেশ মজার ! :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৩

ফ্লেভার অব বুক বলেছেন: এগুলো রিভার্স নয়। রিভার্ব। মিউজিকে একটা টার্ম আছে 'রিভার্ব'। কাইণ্ডলি দেখে নিবেন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

ইনাম আহমদ বলেছেন: ব্লগে গরুছাগলের বাম্পার ফলন হয়েছে।
জিপি চালান আপনি? ফ্রী ফেসবুক জিনিসটা নতুন কিছু?
আপনার লেখা প্রথম পাতায় দিছে কিডা? এতদিনে ব্লক হয়ে যাওয়ার কথা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৪

ফ্লেভার অব বুক বলেছেন: আমার লেখা প্রথম পাতায় না শেষ পাতায় আছে, সেটা বড় কথা না। বড় কথা হলো, ফেসবুক-রবির দুরভিসন্ধি আমি জনগলকে জানিয়ে দিয়েছি।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

মেহরাব রনি বলেছেন: আসলে আমরা ফ্রি আলকাতরা খেয়ে অভ্যস্ত। তাই এমন একটা ফ্রি চান্স মিস করে এই জ্ঞানী গুনী বীরের জাতি হতাশ তো হবেই্। আর রবি তোরা ফ্রি দিবি-দে, টকটাইম,এসএমএস এসব ফ্রি করে দে। না পারলে কৃষকরে সেচের পানি ফ্রি দে :|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৫

ফ্লেভার অব বুক বলেছেন: কৃষকের দাম নেই। তাদের কথা এখন আর কেউ বলেনা। আপনি বলেছেন। ভালো লেগেছে।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: পশ্চিমবঙ্গে ২০০/২৫০ টাকায় ২৮ দিন ধরে প্রতিদিন ১/১.৫ জিবির প্যাকেজ চালু আছে। ভোডাফোন এয়ার্টেল আইডিয়াতে। এইখানে এতো কেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬

ফ্লেভার অব বুক বলেছেন: আপনি ১৯৪৭ সালের আগের কথা বলেছেন। পশ্চিমবঙ্গ তখন বাংলাদেশের অংশ ছিল।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

মাকার মাহিতা বলেছেন: ফেসবুক কে জুতা মেরে সরকারের লাভ কি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৭

ফ্লেভার অব বুক বলেছেন: আওয়ামীলীগ সরকার জনগণের জন্যে কাজ করে। জনগণের দুর্দশা দেখতে পারেনা।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

আহমেদ হাবীব বলেছেন: লেখাটা যেন বুঝতে বুঝতেই বুঝলামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৭

ফ্লেভার অব বুক বলেছেন: আপনি বাংলা ফন্ট ডাউনলোড করে নিন। এরপর সহজভাবে বুঝতে পারবেন।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৬

Redwine বলেছেন: ফেসবুক রে জুতা মাইরা লাভ নাই যারা এটা ব্যবহার করে আকামে তাগোরে মারা দরকার!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২

ফ্লেভার অব বুক বলেছেন: সুন্দর কথা বলেছেন। সুন্দর মনের মানুষরা সুন্দর কথা বলে।

১৪| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৪

বককত বলেছেন: ajker taja khobor
https://youtu.be/cNsR115gvFs

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.