![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার খুব ইচ্ছে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। "এক বার না পারিলে চেষ্টা করো X বার " তবে চেষ্টায় আছি, দেখি কি হয়।
-: পুলিশের চরিত্র :-
(এটা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত)
আজ কোন প্রেম ভালোবাসা বা রাজনৈতিক
পোস্ট দিমু না। দেশ ও জাতির উন্নতির জন্য
পুলিশের আভিধানিক অর্থ ব্যাখ্যা করবো।
পুলিশ
পুলিশ বাংলাদেশের এক মাত্র লাইছেন্স
ধারী গুন্ডা।
কোন এক গোপণ সূত্রে পুলিশ নিয়ে ভয়াবহ
তথ্য উঠে এসেছে। মাত্র ২০ হাজার টাকার
বিনিময়ে পুলিশ দ্বারা খুন করানো হয়।
পুলিশ নাকি জনগণের বন্ধু। এক জন
প্রাইমারি পড়া কোন শিশুকে জিজ্ঞেস
করলেও বলবে পুলিশ এ একমাত্র জনগণের
শত্রু।
প্যাচাল পাড়তে গিয়ে মুল বক্তব্য থেকে অনেক
দূরে চলে গেছি।
যাই হোক মূল বক্তব্য আসা যাক।
পুলিশ মাত্র ৩ টা বর্ণ।
এবার বর্ণ গুলোর বর্ননা করা যাক।
প=পাজী
ল= লুচ্চো
শ=শয়তান
সুতরাং, পুলিশ = পাজী, লুচ্চো, শয়তান।
আর কিছু বলবো না। ভয় লাগতেছে। সর্বশেষ
একটা কথা বলবার চাই,
" বাংলাদেশে যত দূর্নীতিবাজ আছে তার
মধ্যে পুলিশ অন্যতম "
©somewhere in net ltd.