![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
আপনি কি সামুতে সেলিব্রেটি হতে চান?
প্রত্যেক পোষ্টে শ'খানেক কমেন্ট পেতে চান?
অনেক পন্থা অবলম্বন করেও কাজ হচ্ছে না? '
জীবনে সর্বশেষ বারের মত"দ্যা ফয়েজ ভাই"কে বিশ্বাস করুন।এক ফাইলেই যথেষ্ট।
মাত্র ১সপ্তাহে ফলাফল।দেরি না করে এখনই "বাকিটুকু পড়ুন"বাটনে ক্লিক করুন।
মূল্য মাত্র"১টি লাইক এবং ১টি কমেন্ট"।
আপনারা যেহেতু চলেই এসেছেন তাহলে জেনে নিন-কিভাবে সামুতে পপুলার হবেন।
১/প্রথমেই আপনাকে থাকতে হবে সাহস।
২/ধৈর্য
৩/অধ্যবসায়
কাজের ধারা:
১/প্রতিদিন দিনে দুইবার "আমার ব্লগে আমি লেখমু,তাতে কার কি?"এই মনোভাব নিয়ে সামুতে ইচ্ছামত আবাইল্লা পোষ্ট করেন।
২/এরপর দেখেন আপনারে নিয়া কোন ব্লগার পোষ্ট করে কি না।
৩/যদি কেউ পোষ্ট না করে তাহলে সানি আন্টি+মিয়া খালিফা নানীর কিছু পোষ্ট করেন।
৪/এইবার কাম হইবই।
৫/এইবার মানুষের ব্লগে যাইয়া তারে গাইল্লাইয়া ভাসাইয়া ফেলান।
৬/এইবার দেখবেন আপনারে নিয়া সবাই পোষ্ট করে
(ভালো-খারাপ দেখবেন নাহ,আপনাকে ডেডিকেট কইরা পোষ্ট,এটাই বিশাল কিছু)
৭/এইভাবে কয়েকদিন চালাইতে থাকেন।দেখবেন আপনার ব্লগের হিট১০০০০০০০ছাড়িয়েছে।
৮/আপনারে নিয়া পোষ্টের সংখ্যা ৫০০০ ছাড়াইল।
৯/আপনি যেকোন পোষ্ট করলেই তা আলোচিত পাতায়।(মন্তব্য লুকানোর সর্বাত্মক চেষ্টা করুন)।
১০/ আপনার এই পপুলারিটি তে সামু ঈর্ষান্বিত হয়ে কয়েকদিনের জন্য ব্লক করে দিবে।(টেনশন নাই,সেলিব্রেটি দের এমন হয়)
১১/আইডি ফিরে পেলে একই কাজ করুন।
১২/এবার সামু এতই ঈর্ষান্বিত হবে যে আপনাকে সুলেমানি ব্যান করে দিবে।
১৩/নো সমস্যা।নতুন আইডি খুলুন।আর আগের মত পপুলার হয়ে যান।
এক ফাইলেই যথেষ্ট। আপনি যত বেশি পোষ্ট দিবেন তত তাড়াতাড়ি সেলিব্রেটি হবেন।
লেখকের কথা:গণহারে লাইক পাইতে গিয়া গণধোলাই খাইলে কর্তৃপক্ষ দায়ী নহে।
এবার মূল্য পরিশোধ করুন।
(শুধুমাত্র মজা করার জন্য,সিরিয়াস ভাবে নিবেন না)
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:১১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এই পন্থায় হইতে চাইলে আগে আপনার কপালে পরে আমার কপালে দুঃখ আছে।
২| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
কাছের-মানুষ বলেছেন: অধিক পোষ্টের চেয়ে সময় নিয়ে ভাল মানের লেখা দেয়া উত্তম ! অধিক পোষ্টে সময় অপচয় হয় যার অফুরন্ত সময় আছে তার কথা ভিন্ন।
আপনার ফর্মুলা অনেকেই কাজে লাগবে বলে আমার দৃঢ বিশ্বাস ।
রম্য হিসেবে হাসির যথেষ্ট কনা প্রতিকনা আছে লেখায়।
শুভেচ্ছা রইল ।
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:১৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সেটাই।অধিক পোষ্ট না করে ভালো মানের পোষ্টই কাম্য,ভালো ব্লগারদের কাছ থেকে এবং এতে নতুনেরা উৎসাহিত হবে।
যারা এই পন্থা অবলম্বন করবে তাদের জন্য........
৩| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
শায়মা বলেছেন: আমি ~!!!!!!!!!!!!
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:১৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ???কি হইছে???
৪| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
"আপনি কি সামুতে সেলিব্রেটি হতে চান?
প্রত্যেক পোষ্টে শ'খানেক কমেন্ট পেতে চান? "
-উপরের ২ প্রশ্নের উত্তর, "হ্যাঁ"!
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সবাই দেখি সেলিব্রেটি হতে চায়।আপনার বিবেকবুদ্ধি রয়েছে।আপনি কিভাবে সেলিব্রেটি হবেন তা ভালোই ধারণা রাখেন আশা রাখি।
৫| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সাহসী সন্তান বলেছেন: এত অল্প সময়ে এতটা ঘন ঘন রি-পোস্ট দিলে ক্যামনে হইবে? বয়স কম, এখনই তো নতুন নতুন জিনিস আবিষ্কারের সঠিক সময়! কিন্তু একটা আবিষ্কার কইরা যদি সেইটা এভাবে ঘন ঘন খাওয়াইতে থাকেন, তাইলে তো পাবলিক বদ হজম কইরা মরবে!
এনি ওয়ে, ফান হইলেও পোস্টের কিছু টপিক সঠিক ছিল! শুভ কামনা জানবেন!
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:১০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: লিখে দিতে ভূলে গেছি এটা রিপোষ্ট,দুঃখিত।আপনি আমার ব্লগ দেখলেই বুঝবেন,আমার সকল পোষ্ট মুছে ফেলেছি এবং তাকে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করছি,তাই পুরোন গুলো দিয়েই শুরু করছি।এর বেশি কিছু নয়।
অনেকদিন পর ব্লগে আপনাকে দেখ্ব আনন্দিত।
৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০১
ধ্রুবক আলো বলেছেন: মূল্য মাত্র"১টি লাইক এবং ১টি কমেন্ট"। )
দিছি মূল্য
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এক ফাইলেই কাজ হয় কিনা জানাইয়েন।
৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০২
সাহসী সন্তান বলেছেন: ওহঃ ব্যাপারটা টপিক হইবে না- টপিক < পয়েন্ট!
মানে পূর্বের মন্তব্যের লাস্ট লাইনটা হইবে- "ফান হইলেও পোস্টের কিছু পয়েন্ট সঠিক ছিল!"
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: নিজের ভূল নিজেই শুধরে দেয়ায় কৃতজ্ঞতা। তবে,ব্যাপারটা বুঝেছিলাম।
৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
(বিঃ দ্রঃ শুধুমাত্র মজা পাওয়ার জন্য পড়েছি কিন্তু সিরিয়াস ভাবে পড়িনি ।)
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সিরিয়াস ভাবে পড়লে সকল প্রকার দায়দায়িত্ব আপনার।যেহেতু মজাতেই পড়েছেন,তাহলে আপনিও বাঁচলেন,আমাকেও বাঁচালেন।
৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২০
শায়মা বলেছেন: মানে আমি কি সেলিব্রেটি না!
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সবাই সেলিব্রেটি আবার কেউ সেলিব্রেটি নাহ(ক্ষেত্রবিশেষ)।
১০| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২৪
ওমেরা বলেছেন: আচ্ছা সেলিব্রেটি কি এ কি খায় নাকি মাথায় মাখে?
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হয়ত দুটোই।আবার হয়ত একটাও নাহ।আবার হয়ত কল্পনার বাইরে।
যারা হইতে ইচ্ছুক তাদের জিগ্যেস করে জানাবো নে
১১| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: লালন ফকির একটা কথা বলে গিয়েছিলেন যে, পাগল ছাড়া দুনিয়া চলে না।
যখন নিজেকে সেলিব্রটি ভাবি তখন সাইজির কথাটা খুব মনে পরে, আর ১০০% ঠিক আছে ।
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আসলেই,কে নয় পাগল???সবাই পাগল,কেউ মানষিক ভাবে কেউ হতাশাগ্রস্থ হয়ে,কেউ আবার তীব্র আকাঙখায়।
১২| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯
সত্যের ছায়া বলেছেন: আপনার কি অবস্হা?
১৩ ই জুন, ২০১৭ রাত ১০:২৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বায়বীয়।
১৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: আসলেই,কে নয় পাগল???সবাই পাগল,কেউ মানষিক ভাবে কেউ হতাশাগ্রস্থ হয়ে,কেউ আবার তীব্র আকাঙখায়।
বর্তমানে আমার কাছে কোনটাই নাই । তাহলে, আমি কোন ধরণের ?
১৩ ই জুন, ২০১৭ রাত ১০:২৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: তাহলে আপনি মানুষকে পাগল করে দেয়া ধরণের।
১৪| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭
থার্মোমিটার বলেছেন: বিফলে মূল্য ফেরত চাই ।
১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৩০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বিফল হলে আমি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভূমিকা পালন করবো।
১৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৩০
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: হা হা হা.।.।.। ফান হলেও আইডিয়া গুলা মনে হয় একেবারে অকেজো না।
বাট ভাই আমি নতুন ব্লগ খুলছি। আমার লেখাগুলা (আমার চোখে এখনও নিম্নমানের। উচ্চমানে এখনও পৌছাই নি) প্রথম পাতায় কবে কিভাবে আসবে একটু বলে দেন। ছোট ভাই হিসেবে কিছু টিপস দেন
১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হা হা হা,নিজেই কিন্তু ছোটভাই।
যাই হোক,নিজে যা জানি তা বলছি মডারেশন স্ট্যাটাস কখন চেঞ্জ হয় তা হয়ত মডারেটর রাই নির্ধারন করে।তবে,তিনদিনের কথা বলা থাকলেও আদৌ তিনদিন কার কবে শেষ হয় তা জানি না।ভালো পোষ্ট করুন,মডারেটর দের চোখ পড়লে কয়েকদিনেই প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন।আমি এমনও দেখেছি অনেক গুণী লেখক ১ মাসেও প্রথম পাতায় লেখার সুযোগ পায় নাই।
সে অনুসারে সঠিক বলা যায় না তবে ভালো পোষ্ট করুন,আশা করি শীঘ্রই আপননার পোষ্ট প্রথম পাতায় পাবো।
১৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:০১
নীলপরি বলেছেন: মূল্য পরিশোধ করেছি ।
১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৩৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
১৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:১০
সুমন কর বলেছেন: এবার আপনেরে সেলিব্রেটি হওউন আর কেডা ঠেকায়.....
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কেউ ঠেকাক আর না ঠেকাক,শর্তাবলী ঠিকই ঠেকাবে।
কষ্ট করে পড়ায় এবং মন্তব্যে ধন্যবাদ।
১৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাহ সবার কথা পড়তে পড়তে নিজের কথাই ভুইল্লা গেলাম! এখন কি করি?
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কুউল কুউল।আস্তে ধীরে চিন্তা করুন।এরপর বলুন।
১৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৫৩
উম্মে সায়মা বলেছেন: সামুর সবাই দেখি সেলিব্রেটি বিশেষজ্ঞ হয়ে গেল
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: তা একেবারে খারাপ বলেন নি।
তবে আমার ক্ষেত্রে বিশেষজ্ঞ=বিশেষ অজ্ঞ।
মন্তব্যের কারণে ধন্যবাদ।
২০| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০৪
রায়হানুল এফ রাজ বলেছেন: এটা ভালো ছিল।
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৩৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ।
২১| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১০
রাবেয়া রাহীম বলেছেন:
আনন্দ পেলাম
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৩৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে আনন্দ দিতে পেরে নিজেই আনন্দিত।
২২| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, সরকার ভ্যাট তুলে নিয়ে ২০ লাখ পর্যন্ত।
সামু যদি তিনদিনের পর্যবেক্ষণ ভ্যাট তুলে নিত তাহলে ৮০ জনের জায়গায় ১৮০ জন এক্টিভ ব্লগার থাকতো সবসময় ব্লগে।
তখন আপনার ফর্মুলা বেশি কাজে লাগতো বলে আমার মনে হচ্ছে!!
মনে হচ্ছে ভুল বলি নাই, কি কন ভাই!!!!
খুব সুন্দর মজা করেছেন পোষ্টে। ভালো লাগলো।
(তবে, কেউ যদি সত্যি সত্যি সানি রেখা মার্কা পোষ্ট দিয়ে ভ্যান হন তখন কিন্তু খারাপ দশাহ!!)
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ১৮০ এক্টিভিটি থাকলেও আমার মনে হয় দুএকজন এই পথ বেছে নিতো।তবে বাকি সবাই হয়ত ভালো কিছু আমাদের দিতে পারতো।তাই,মডু দের ব্যাপারটা অবশ্যই দেখা উচিৎ।তিনদিনের ভ্যাট ঠিকই আছে।তবে,বাড়তি যা নেয় তা হয়ত ঠিক নেই।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
২৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪৫
প্রামানিক বলেছেন: আমিও চেষ্টা করুম যা আছে কপালে - -- -
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চেষ্টা করার আগে আমাকে আওয়াজ দিয়েন।আত্মগোপন করবো,
২৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা......ঠিক তাই !!!
বিখ্যাত ,কুখ্যাত এর নামে আগে দ্যা বসে ! তাই ব্লগ নাম “দ্যা ফয়েজ ভাই ” ।।। এখন বলুন কে সেলিব্রেটি ?
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কোন এক বিখ্যাত ব্যাক্তি বলেছিলেন:-
what is in the name???
এরকম একটা নিক থাকলেই যদি সেলিব্রেটি হয়ে যেত,তাহলে দেখতেন সামু নিকের নাম থাকতো এমন-
সেলিব্রেটি কুদ্দুস
হিটখোড় মফিজ
লাইকার কেরামত।
২৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: মজা নিয়ে পড়ে এবং মজা নিলেও, বাস্তবতাকে অস্বীকার করছি না।।
১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৫০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাস্তবতাকে কে অস্বীকার করতে পারে?সবাইকেই দিনশেষে বাস্তবতাকেই মেনে নিতে হয়।মজা নিয়ে পড়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ মন্তব্যে।
২৬| ১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:০৩
মিঃ আতিক বলেছেন: ভাই যে কি কন;
সামুর ব্লগার লিস্টে আপনার নাম আছে মানেই আপনি সেলিব্রেটি।
১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:২১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: তাহলে তো আপনিও বিশায়ায়াল সেলিব্রেটি।
২৭| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২৯৪ বার পঠিত ২৬টি মন্তব্য ২৬টি উত্তর
লাইক ০৬
আয় হায়! ইরাম লস ব্যবসা হইলে চলিবেক লয়
২৬ ফাইলে, মাত্র ৬ জনের মূল্য পরিশোধিত!!!! ২৭ তমে নো কুশ্চেন
এইবার নতুন প্রোড়্রাম বানান- লাইক বাটনে কিলিক করিলে পোষ্ট ওপেন হইবেক
++++
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:০২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এইরাম সিস্টেম করিলে মানুষ ব্যাপক ভাবে উৎসাহিত হইয়া আমারে লালে লাল বানাইতে গিয়া ব্যবসাতেই লাল বাত্তি জ্বালাইয়া দিবো।
পোষ্ট পড়ায় এবং মন্তব্য করায় ধন্যবাদ।
২৮| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: লুল! আপনিও সেলিবেটি হয়ে গেছেন গা। আপনার এই আকাইম্যা পোষ্ট অহন দেখি আলোচিত পাতায়।
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আলোচিত পাতায় গেছি সেলিব্রেটি হইয়া গেছি।
মানুষ কে সেলিব্রেটি বানানোর আকাইম্যা পোষ্ট সেলিব্রেটি হইয়া গেছে,তাইলে বুঝা যায় ব্যবসায় লাভ হপ্পে।
পোষ্ট টি মজার ছলেই পড়েছেন আশা করি।
২৯| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪
কুঁড়ের_বাদশা বলেছেন: বিনোদনে ভরপুর ! ভালো লাগা জানিয়ে গেলাম ।
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:১১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বিনোদিত করতে পেরে আনন্দিত।বিনোদন নেন,তয় স্টেপগুলা ফলো করার আগে জানাবেন।আমি আত্মগোপন করবো।
মন্তব্যে ধন্যবাদ।
৩০| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
তবে আমার ওসব কোনটাই করা লাগে না।
হা হা হা ..........
১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আশা রাখি,ভবিষ্যতেও করবেন নাহ।মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৩
বিজন রয় বলেছেন: না কখনো নয়।
ওসব আমার করা লাগবেও না।
ধন্যবাদ।
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: তাহলে তো ভালোই।
৩২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৪
জুন বলেছেন: সাত বচ্ছরে আমার মাত্র আড়াইশো পোষ্ট
আপনের ফর্মুলা অনুযায়ী আমি কখোনোই সেলিবেরিটি হৈতে পার্মুনা ফয়েজ ভাইষ
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনি আপনার মত ব্লগিং করে যান।এই ভাবে সেলিব্রেটি হওয়ার দরকার নাই।
৩৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯
জোকস বলেছেন: আমারে কেউ চোখে দেখে না
১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখে রে ভাই,কিন্তু তারা যে চোখে আপনাকে দেখে সেটা আপনি দেখেন না।
৩৪| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:০১
গেম চেঞ্জার বলেছেন: ওহঃ আচ্ছা!
১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অহ হ্যা।
৩৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ফর্মুলা কাজ করছে!
১৬ ই জুন, ২০১৭ রাত ১:০২
দ্যা ফয়েজ ভাই বলেছেন:
কি বলেন???ব্যবসায় তো দেখছি লাল বাত্তি থুক্কু লালে লাল হতে চলেছে।
৩৬| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১০
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: মূল্য পরিশোধ করিলাম!
১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কৃতার্থ হইলাম।
৩৭| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪
এম আর তালুকদার বলেছেন: লেখকের কথা অংশটুকু সবচেয়ে ভাল ছিল।ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আমি সিলিব্রেটি হইতাম্চাই