![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
আজ ২৮রোজা।এবার ২৯ রোজার শেষেই ঈদ হতে পারে।তার মানে কাল বাদে পরশুই ঈদ হবার সম্ভাবনা।আমি তো সেই কবে থেকে প্ল্যান করে রাখলাম,কখন কোন ব্লগারের বাসায় গিয়ে পেট পুরে খাবো।
কিন্তু এ কেমন বিচার?কোন ব্লগার দাওয়াতই দিলো না।আমি ব্যাপক রাগান্বিত।আমি ক্রোধে ক্রুদ্ধ হইলে কিন্তু এ বছর ৩০টা রোজাও হইবার পারে।
আর তাহলে একটা রোজা বেশি রাখতে হবে।আর ঈদের মজা একদিন পরে উপভোগ করবেন।
সুতরাং ভালোয় ভালোয়,নামসহ সকলের ঠিকানা কবুতর মারফত আমার কাছে পাঠান।
(আমি মান্ধাত্বা আমলের লোক)।যদি দাওয়াত দেন তাহলে ঈদের দিন আমার ভাতিজা,ভাতিজি/ভাগিনা,ভাগ্নীর জন্য দুটাকার কচকচে নোট নিয়ে হাজির হবো আপনার বাসায়
।আর নাহলে কিন্তু আমি
:
:
:
:
:
:
:
:
:
:
কি আর করমু?মন খারাপ করে কান্নাকাটি করা ছাড়া।
আমার বাসায় সকলের দাওয়াত রইলো।আমার নয়,আমার আম্মার।
আপনারে,মাতৃভান্ডারের রসমালাইয়ের আমন্ত্রণ।
এইবার দাওয়াত দিয়া দেন।
বিঃদ্র:আমার প্রেস্টিজের একটা ব্যাপার আছে।তাই কারো কাছ থেকে খুঁজে দাওয়াত নিই না।
(মজার ছলে নিন)
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এ কি হলো???
২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৭
আহমেদ জী এস বলেছেন: দ্যা ফয়েজ ভাই ,
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার মন্তব্য,প্রতিবারের মতই।তবে,ঈদের দাওয়াত টা???
শুভ কামনা জানবেন।
৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৭
বর্ষন হোমস বলেছেন: ভাই আপনি কি কৌশলগত ভাবে দাওয়াতের ব্যাপারটা এড়াইয়া গেলেন ।মানে দাওয়াত দিলেন কিন্তু ঠিকানা ঠুকানা কিছুই নাইক্কা।আমরা কি যাইয়া মাইকিং করমু ব্লগার দ্যা ফয়েজ ভাইয়ের বাসা কোথায়?!?!?
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আসলেই,এত কষ্ট করার কোন মানে হয়???
তাই আমি বলি কি,ফয়েজ ভাইয়ের বাসা খোঁজা বাদ দেন।আপনি নিজের বাসার ঠিকানা একদম পুরোপুরিভাবে দিয়ে দেন যাতে সহজেই বাসা খানা চিনে ঈদের দিন হাজির হতে পারি।
৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৯
শায়মা বলেছেন: আমার বাসায় দাওয়াৎ তোমার ! পরীর দেশে!!!!
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫১
দ্যা ফয়েজ ভাই বলেছেন:
পরীর দেশে যাওয়ার ঠিকানা কি পরী থেকেই নিতে হবে???তাইলে বাদ।আমি পরী ডর পাই।
৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: দাওয়াত পেয়ে খুশি হলাম । ঈদের পরেই যাব রাঙামাটি মৃত্যূউপত্যাকায় বুঝেন এবার ঈদের অবস্থা ।
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হায় হায়,এ কেমন বিচার???
ঈদের পরেই রাঙামাটি???
ভাবী,বায়না ধরেছে নাকি???
শুভ কামনা জানবেন,শ্রদ্ধেয় ব্লগার।
৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: আপাকে বাসার ঠিকানা সহ দাওয়াত দিয়েছি, অনেক আগে। ভন্ডামী ছাড়ুন।
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আরেহ,আপনি ভন্ডামি ছাড়েন।
আপনি বাসার ঠিকানা পাঠান নাই।নাহলে এতদিনে এসে যাইত।এত বড় জালিয়াতি???
নাকি যে কুরিয়ারে পাঠাইলেন সেই কুরিয়ার আমারে চপ্পল দিছে???
৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২২
শাহরিয়ার কবীর বলেছেন: দাওয়াত দিমু কিন্তু ঈদ সেলামি কত পামু।।
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এইটা আবার কি???আমরা মানুষের বাসায় খাইতে যাই,সেমাই-টেমাই খাইয়ে আসার সময় কিছু দিয়া দেয় আর কি???
মাগার,আপনি তো উলটা কারবার শুরু করছেন।যারে দাওয়াত দিবেন সে আপনারে সেলামি দিবে???
এত তো দেখি নিজের বাসায় ডেকে নিয়ে ডাকাতি।আপনারে মাইনাস। B)
৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আমি এখন একটু দুরে আছি; দেশে এলে আপনাকে ও সব ব্লগারদের আগামী ঈদের দাওয়াত দেবো; ঈদের শুভেচ্ছা নেবেন। আজকে অনেকেই আপনাকে দাও্য়াত দেবেন, খাওয়ার জন্য প্রস্তুতি নেন।
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এই পোষ্টে আপনার এই কমেন্ট সত্যিই অভিভূত।আপনি দেশে আসার প্রতীক্ষায় রইলাম।আগামী ঈদে দাওয়াত দিলে ইনশাল্লাহ আমি হাজির।(দাওয়াত না দিলেও যথাসাধ্য চেষ্টা করবো উপস্থিত থাকতে)
আজ আমাকে অনেকেই দাওয়াত দিবে।খাওয়ার প্রস্তুতি নিন। বাহ,আমি তো সেই প্রতীক্ষাতেই আছি।
৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৬
বিজন রয় বলেছেন: আপনারে,মাতৃভান্ডারের রসমালাইয়ের আমন্ত্রণ
ওই রসমালাই আর আগের মতো নাই।
নামেই চলে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: যেকোন জিনিশেরই এক সমস্যা।নাম হয়ে গেলে তার উপরেই চলে।ভালো খারাপ দেখে না।মানুষ হুমড়ি খেয়ে পড়ে।তবুও,খাওয়াতে তো হয়।বিখ্যাত বলে কথা।
মন্তব্যে শুভকামনা
তবে দাওয়াত টা................
১০| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আফতাব নগরে হাওয়া বাতাস খাওয়ার দাওয়াত রইল।
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এ কেমন কথা???
হাওয়া খাওয়ার দাওয়াত???
আপনারে মাইনাস।মন্তব্যে ধন্যবাদ।
১১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: দাওয়াত এর কি আছে? হুট করে আমার বাসায় চলে আসবেন। এলে কি তাড়িয়ে দিব?
খুব খুশি হবো। আপনার ভাবী রান্না ভালো করে।
আসুন।
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাবী ভালো রান্না করতে পারে।আর কি লাগে???
ভাবীইইইইইই,আমার ভাই খুব ভালো।আপনার সুনাম করে।ইশ,যদি ভাবীরে দেখাইতে পারতাম
আপনাকে ঈদের শুভেচ্ছা।আর ভাবীকে তো অবশ্যই।
১২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:০০
বিষাদ সময় বলেছেন: ঈদে আমার ব্লগ বাড়িতে দাওয়াত রইল........................
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দাওয়াত সাদরে গ্রহণ করলাম।আপনাকেও দাওয়াত দিলাম।
অগ্রীম ঈদ শুভেচ্ছা।
১৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৯
উম্মে সায়মা বলেছেন: আহারে ভাইয়া। সেই দুঃখে আপনি আমাদের সবাইকে দাওয়াত দিয়ে দেন। ঠিকানাসহ ঈদের শুভেচ্ছা
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,দাওয়াত চাইতে গিয়ে কিভাবে এক নিরীহ ব্লগার থেকে দাওয়াত আদায় করে নিলো সামু ব্লগার রা(ভিডিও নাই)
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
১৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪২
নাদিম আহসান তুহিন বলেছেন: তাহলে ঈদের দিন আপনার বাসায় আমাদের দাওয়াত কনফার্ম।
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এ কি হচ্ছে???দাওয়াত চাইতে গিয়ে দাওয়াত বিলিয়ে দুতে হচ্ছে।
কি আর করা।চলে আসিয়েন।
মন্তব্যে ধন্যবাদ।
১৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৩
ধ্রুবক আলো বলেছেন: দাওয়াত পেয়ে খুব খুশি হলাম। আপনারও দাওয়াত রইলো।
এইবার আপনার বাড়ির ঠিকানা দেন সকালে আসবনে।
২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি আগে চাইছি।তাই আমি আগে পাবো।আপনার টা আগে দেন।
১৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:১০
ওমেরা বলেছেন: আহারে -------ছোট্ট ভাইয়া কেউ আপনাকে দাওয়াত দেয় নাই ,যান এবার মনের দু:খে বনে যেয়ে কান্দেন ।
আমাদের কালকে ঈদ আমি মিষ্টি বান্নাচ্ছি আপনার দাওয়াত ছোট্ট ভাইয়া চলে আসেন আমাদের দরজা খোলা আছে ।
২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৪০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: মনের দুঃখে যেয়ে কান্দেন!!!
আপনারে মাইনাস।
আপনি মিষ্টি বানিয়েছেন।আমাকে খাওয়াবেন।
আপনাকে প্লাস।
১৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৪০
সচেতনহ্যাপী বলেছেন: দেই তো বটেই কিন্তু দুর দেখে কেেউ আসতে চায় না।। জ্বর/ মাথাব্যাথা বলে এড়িয়ে যায়!!
২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হ্যা???
কি বলেন???
তাহলে আমাকে দাওয়াত দিয়েই দেখেন।দেখবেন,আমি হাজির।
১৮| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: দিনে দুপুরে ডাকাতি করমু
তারপরেও আইসেন দাওয়াত।।
ভূতের গলি মোড় -ঢাকা ১০০০।
২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বুঝতে পারলাম,
ভূতের গলির মোড়ে নিয়া আমারে ডাকাতি করে কিলাইয়া ভূত বানানোর চিন্তা!!!
ধুর,যাইতামই নাহ।আপনি চলে আসেন
লাকসাম,কুমিল্লা।
১৯| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!!
২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।
২০| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্যালক্যাশীয়ান ষ্টাইল :
দাদা, সেকি কথা ! অবশ্যই আপ্নের দাওয়াত, কারণ জানি আপনি না খেয়ে কোন বাসায় জান না!
আর আমারও বলতে একদমই ভাল লাগেনা- দাদা খেয়ে এয়েচেন? না যেয়ে খাবেন।!!!
তাই অবশ্যই আপনার দাওয়াত!
হা হা হা
ভাই আমাদের দিলখোলা!
মনটা ভোলাভালা
যদিও খাই ডাল ভাত
পেতে দেই সাথে পাত
ঈদের আবার দাওয়াত কি
সবাই আসবে সবার বাড়ী
বলবে হেসে ঈদ মুবারক (বাংলা আকাদেমীর ভবিষ্যত সংশোধনের তালিকাভূক্ত )
খাবে শেমাই গোস্ত ভারী!!!
ঈদ মোবারক
২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এ কেমন দাওয়াত???
আপনারে মাইনাস।যাইতাম নাহ,আপনার বাসায়।চলে আসেন আমার বাসায়।
লাকসাম,কুমিল্লা।
২১| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:২৫
জাহিদ হাসান বলেছেন: ঈদ মোবারক জানাইতে চাইছিলাম,কিন্তু বাংলা একাডেমির ডরে আপনারে জানাই- ‘‘এইডস মোবারক’’
২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এইটা কিছু হইলো???
আপনারে মাইনাস তয় আপনারেও এইডস মোবারক।
২২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৩
নাগরিক কবি বলেছেন: সেমাই আর সেলামি নিয়ে অপেক্ষা করছি ফয়েজ ঈদ মুবারক
১২ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ফুঃখিত,বিশাল সময় পর প্রতিমন্তব্য করছি বলে।
আগামী ঈদে আপনাকে দিয়েই শুরু করবো।
২৩| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আগামী ঈদের নিমন্ত্রণ পাওয়া যায় কিনা, সেদিকে মন দেন।
১২ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আশা করি আপনার কাছ থেকেই শুভসুচনা হবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: