![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
আপনি জানেন কি?প্রীতিলতা ও বনলতার মধ্যে পার্থক্য কি?পার্থক্য এটাই যে প্রীতিলতা ওয়াদ্দেদার নামক এই মহিলাটি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার পর ধরা খেয়ে যাওয়ার ভয়ে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলো।আর বনলতা সেন নামক এই কাল্পনিক চরিত্রটি লেখক ফুটিয়েছে তার আপন ভাষায়।সাহিত্যের একটা দিক কবিতার একটা সাধারণ চরিত্র কিন্তু সেই সায়ানাইডের দংশনে আত্মহত্যা করে নিজের জীবনকে বিলিয়ে দেয়া প্রীতিলতা থেকেও আলোচিত।
কেনো জানেন?কারণ আমরা খোঁজ রাখি না তাদের যারা সত্যিকারের নেতা,আমরা জাতি হিসেবে রসিক।তাই হয়ত আমাদের সকল কিছুতেই রসকষ বিদ্যমান থাকা চাই।
সত্যিকারের সেই সব নেতারা থেকে যায় আড়ালে প্রীতিলতার মতই।আর আমরা কিছু হুজুগে নেতাদের নিয়ে মেতে থাকি,আর তাদের সমাদৃত করার দায়িত্বটাও যেনো আমরাই নিই।
২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭
সাগর শরীফ বলেছেন: কি আর করার ভাই বলেন ? তোষামোদ করার স্বভাবটাও যে আমাদের জাতিগত ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
নীল মনি বলেছেন: আমি কিন্তু জানিইইইই
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬
এ.টি. নূর শেখ লিটা বলেছেন: নাহ, আমি জানতাম না কিন্তু এখন জানতে পেলাম। জানানোর জন্য আপনাকে ধন্যবাদ