| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লা আল ফয়সাল
লেখালেখি করতে ভালো লাগে।
ফেচবুক অনেকটা "যেমন খুশি তেমন সাজো" খেলার মত হয়ে গেছে। যে যেমন খুশি নিজেকে এখানে সাজাতে পারে। অনেকে ছদ্মনাম ব্যবহার করে। অনেক মেয়ে হয়েও ছেলে সাজে। আবার ছেলে হয়েও মেয়েছেলে হয়ে যায়। কিছু ছেলে আছে যারা মেয়েদের ছবি দিয়ে একাউন্ট খুলে নিজের লিঙ্গ পরিবর্তন করে ভুয়া একাউন্ট চালায়, তাদের ছেলে না বলে কি বলা উচিত? এরা মেয়েদের একাউন্ড দেখলে--hi, hello, add me, এমন কি নিজের মোবাইল নাম্বার দিয়ে বসে থাকে। এসব ফাউল পোলাপাইন এর একাউন্ট দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আসুন আমরা ভুয়া একাউন্ট এবয়েট করি, ফেচবুক এ সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তুলি।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সকাল ১১:০৭
আবদুল্লা আল ফয়সাল বলেছেন: আমি এ ব্লগের নতুন পাঠক ও লেখক। আশা করছি সবাই আমাকে উৎসাহিত করবেন।