![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড ভাললাগার লগ্ন!
বিজয়ীর মতো!
বিজয় চুড়ায়' বুকে হাত রেখে;
চিৎকার করে বলোতো,
ভালো আছো তো?
থাক কাজ নেই গিয়ে।
বসো, একটু হৃদয়টা খোঁচাই!
দেখি কি প্রাপ্তি।
অনেক কিছুই পাবো!
দিচ্ছ না যে!
আরে বাবা! কতো কুঁজো হয়ে,
জড়সড় বসে রবে।
চাকচিক্যে কি মনে হয়?
পেরেছিলে? পারবে?
অবশ্যই মিথ্যে তোমার জীবনধারা।
আমাকে দেখো!
কোথায় ছিলাম?
কোথায় থাকবো!
ফেলুদা আর কত?
দুরত্ব কিন্তু বেড়েই যাচ্ছে।
আমাকে কিন্তু শেষে পাবে না!
©somewhere in net ltd.