![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ভাবনা চিন্তার পরেও কিছু হয় না। আবার ভাবনা চিন্তা ছাড়াও মহান কিছু হয়ে যায়। তাই ইদানিং বেশি ভাবনা চিন্তার ধার ধারিনা। যা হবে দেখা যাবে। সেই থেকে আজও বসে কখন সে মহেন্দ্র ক্ষণ আসে।
নিজের অস্থিরতা পোষ মানানোর তরে নিত্য নতুন প্রকল্প শুধু হাতে নিয়ে বসেই থাকিনি! ভিত্তি প্রস্তর স্থাপন থেকেই নিরলশ ভাবে কাজ
করে যাচ্ছি! কিন্তু কোথায় গন্তব্য? অনেক ভাললাগাকে বিসর্জন দিয়েছি। আরেক ধারে অনেক মন্দ লাগাকে নিজের করে নিয়েছি।তবু বুকের ভেতরের হু হু করে উঠা কমেনি ।কোথায় যেনো কি নেই! কী নেই? একটা গবেষণা মনের ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অথচ খুঁজে পাবার তরে কী করা উচিত খুঁজে পাইনি।
©somewhere in net ltd.