![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওদের লাভ ক্ষতির মোহ নেই, আছে শত ক্ষোভের পুঞ্জিভূত দাবি। দলমতের উদ্ধে উঠে এসে তারা কেন এখন অপেক্ষায়? রাজনীতির কালো ছাঁয়া কি ওদের পেছনে ছিল? যারা দলাদলির অগ্রে এসে' আজ বিপরীত দুটো পক্ষের মাঝামাঝিতে! আসলে তারা ক্লান্ত বলেই- আজ এই দায়বদ্ধতা। শুরু থেকে আলোকিত করে আসা! এই প্রজন্ম বেদী নানান রংয়েই উজ্জ্বল থেকে- ক্রমশ কি ফিকে হয়ে আসছে না? কেমন যেন হঠকারীতা! ঠিক আছে সকল যুদ্ধাপরাধীর সুষ্ঠ বিচার হোক, তবে তার সাথে বর্তমানকে কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না! বা আড়াল করা যাবে না। যেখানে অন্য রাষ্ট্র বর্তমানকে সুসংগঠিত করার পাশাপাশি, অদূর ভবিষ্যতের প্রয়োজনীয় রোড ম্যাপ করে রাখে' সেখানে কোথায় আমরা? কে কি করেছিল? কার কি ছিল? এই ছিলটাকে ছিঁড়ে ফেলে' কি করছি? কি করবো? সেটা মুখ্য উপজীব্য হয়ে উঠে আসুক স্লোগানে! এমনি মুক্তাঙ্গনে' সকলের সামনে। মিথ্যা তো- বিচার হোক কড়ায় গন্ডায়। আমাদের মিডিয়াও বেশ? পৃথিবীর কোথায়ও খবরের এই অঢ়েল ব্যাবহার আর আছে কিনা আমার জানা নেই! পত্র পত্রিকার কথা বাদ দিলাম ইলেকট্রণীক মিডিয়ায় কিছুক্ষণ পরপর খবর আর লাইভের শ্রী দেখে লাইফ চাঙ্গে।
©somewhere in net ltd.