![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'হুসিয়ার' 'সাবধান' 'আমি কইলাম সব দেখতে আছি'। 'হুসিয়ার' 'সাবধান' 'আমি কইলাম সব দেখতে আছি'। কুদ্দুস এ তল্লাটে পাহাড়াদারের কাজ করছে আজ অনেক বছর ধরে।ইচ্ছে করে কেউ তো আসলে ওমন পেশা বেছে নেয়না।পেটের দায় যে বড় তা ওর থেকে ভালো আর কেউ বলতে পারবেনা।একা মানুষ এই কুদ্দুস ।কোথায় থেকে এসে এ তল্লাটে ও আশ্রয় নিয়েছে, তা যেমন কেউ জানে না তেমনি করে ও নিজেও জানে না।অপ্রয়জনীয় আলাপ চারিতায় তাকে কখনও দেখা যায়নি।সবচেয়ে যেটা গুরত্বপূর্ণ্য সেটা হলো জাগতিক মোহ তার মধ্যে নেই।
উপরওয়ালা যখন কাউকে দেন বোধকরি কার্পণ্য করেননা। কেউ একে ধরে আখের গুছায়। তবে কেউ যদি তাতে তৃপ্ত না হন তখনি বাঁধে বিপত্তি। বিধিবাম এমনি রূপে যদি শাসন ক্ষমতা থাকে এদের হাতে.........! ছোট্ট এই তল্লাট হাতে গোনা কিছু ব্যাক্তির হাতে। তবে তাদের ক্ষমতা ভাগাভাগির মাঝে হারিয়ে কিছু প্রিয় মুখ। ভিতুর ডিমে তা দেয় সাধারণে আর উনারা উপরি গনে। দিন হারিয়ে রাত হয়।'হুসিয়ার' 'সাবধান' 'আমি কইলাম সব দেখতে আছি'। 'হুসিয়ার' 'সাবধান' 'আমি কইলাম সব দেখতে আছি'। কুদ্দুস শুধু দেখে যায়।....ক্রমশ
©somewhere in net ltd.