![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁছে নাও' খুজে নাও,
স্বপ্ন বিবরণী পাশে রইলো!
যাবে চল!!
ইচ্ছের জিরো পয়েন্ট।
ইচ্ছের জিরো পয়েন্ট।
যেচে দাও' অথবা হারাও,
স্বপ্নরা নব পাখ পেলো! যাবে চল!!
গড়ে তুলি অকৃত্রিম মনুমেন্ট।
ইচ্ছের জিরো পয়েন্ট।
সৃতিসৌধে নত মস্তক,
প্রাণের উচ্ছাসে মাতো!
যা হয়ে আসছে আজতাক'
এ ভালবাসা নাতো!
কি চাও? না পাও!-
তো তুলেই ফেলো' যাবে চল!
হোক এসপার ওসপার' যত রেন্ট!
ইচ্ছের জিরো পয়েন্ট।
চোখ খোলো সন্ধ্যা গড়ালো
ওলে আমার ভুলো যাবে চল
এটাই বিদায় মোমেন্ট!
ইচ্ছের জিরো পয়েন্ট।
ওহ্ হো সত্যি
কি হলো!?
অনন্য ফল! আজীবন'
পাশে থাকার গল্পো।
©somewhere in net ltd.