![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বলছে পাগল মন,
করিস না তুই কাউকে আপন।
প্রেমিকার সকল ওয়াদা মিথ্যে,
প্রেমের কসম মিথ্যে!
আমি প্রতি মুহুর্তে যাকে চেয়েছি,
যাকে পূজো দিয়েছি!
সেই আমার মন ভেঙ্গেছে,
একাকী করেছে।
প্রকৃতি খুবই মনহর আমি দেখেছি'
তাকে হয়েছি উদাসী!
এক মহূর্তেই এখন এসে জুড়ে বসেছে,
আমার মনে তার কমতি এখন জীবনে ও দূরে আছে!
আমার চোখের সামনে থেকে,
কেনো আমি চাইছি ওকে।
ঐ হাসিনা খুবই সুন্দরী,
আমি হারিয়ে যাচ্ছি!
ওর নেশায় না পান করে!
একদিন ওকে ভুলে যাবো,
ওর নিশানা মিটিয়ে দেবো!
চাইবো না ঐ পাথরকে!
যা ওকে বলে দে।
©somewhere in net ltd.