![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহরহ ধর্য্যের নাস্তানাবুদ অবস্হা! কোন কাতারে চললে গন্তব্য কাছে। হাজার থেকে লাখ, লাখ থেকে লাখো-লাখো মানুষ কি কল্পনাতে শক্তির ব্যবহার করতে চাইছে। একটি স্থানে এসে একে একে সব মুখোশ উম্মোচিত হয়ে পরছে। ক্ষমতার মোহ ছাড়া আর কি সেটা? একে একে কতগুলো পরিবার আজ রাস্তায় নেমে এসে পড়ছে। কে কজনার খোজ করছে? দেশ জুড়ে শোক ছাঁয়া প্রতিটি মানুষের মর্মে মর্মে যদি একটু নাহি বাজে! কিসের দেশপ্রেমিক? তার নাগরিকত্ব কেড়ে নেয়া হোক। দাম্ভিকতা নয় অনুরোধ, দাবিয়ে দেয়া নয় নয় প্রতিশোধ। দেশের জন্য দশে মিলে কিছু করি! ভালো কিছু করি। সিকৃত দল মত বাদ দিয়ে সাধারণে মিলে যে অসাধারণ কিছু করা যায়' সেটা চোখে আঙ্গুলে দেখানো হচ্ছে, দেখছেন তো? যদি স্বার্থ/আত্ম থাকে পাশা পাশি' তবেই জয় নিশ্চিত।
©somewhere in net ltd.